
তিনি সোশাল মিডিয়ার সেনসেশন। আজব ফ্যাশনে এক সেকেন্ডেই ভাইরাল হয়ে যান। ঠোঁটকাটা বিন্দাস উরফির এমন স্বাধীনচেতা মনোভাব একদিকে যেমন অনেকের পছন্দ, আবার অনেকেই অপছন্দ করেন তাঁকে। এমনকী, অনেকে তাঁর এই আজব ফ্যাশনকে অশ্লীল বলে দাগিয়ে নানা হুমকিও দিয়েছেন। তবে সে সবে ভ্রুক্ষেপ করেননি উরফি। কিন্তু এবার সেই উরফিই ভয়ে কেঁপে উঠলেন। সারারাত চোখের পাতা এক না করে, দুশ্চিন্তায়। তারপর ভোর হতেই ছুটলেন পুলিশে!
হ্যাঁ, উরফির জীবনে এক নতুন বিপদ। যার কারণে রবিবার সারারাত ঘুমতে পারেননি উরফি ও তাঁর বোন। তারপর সকাল হতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন উরফি ও তাঁর বোন। সোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন উরফি। সঙ্গে লিখেছেন, ভেবেছিলাম মুম্বই শহর খুবই নিরাপদ! তবে ঠিক কী ঘটেছে উরফির সঙ্গে তা স্পষ্ট করে জানাননি উরফি।
উরফি জাভেদ—নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একের পর এক বিচিত্র ও নজরকাড়া পোশাক। তবে শুধুমাত্র ফ্যাশন নয়, উরফির বিনোদন জগতে পথচলা শুরু হয়েছিল বেশ শক্তপোক্ত অভিনয়ের হাত ধরেই। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হলেও তাঁর কেরিয়ারের গ্রাফ বেশ দীর্ঘ।
টেলিভিশন সফর: উরফির অভিনয় জীবন শুরু হয়েছিল সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’র মাধ্যমে। এরপর একে একে ‘কসৌটি জিন্দেগি কি ২’, ‘চন্দ্র নন্দিনী’ এবং ‘মেরি দুর্গা’র মতো একাধিক হিট মেগা সিরিয়ালে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে উরফি পা রেখেছেন বড় পর্দাতেও। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের চর্চিত ছবি ‘লাভ সেক্স অউর ধোকা ২’-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০২১ সালে ‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করার পরই রাতারাতি উরফির জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। যদিও তিনি বেশিদিন সেই শো-তে টিকতে পারেননি, কিন্তু তাঁর সাহসী ব্যক্তিত্ব দর্শকদের নজর কেড়ে নেয়। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য ট্রেটার্স’-এও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া প্রাইম ভিডিও-র সিরিজ ‘ফলো কর লো ইয়ার’-এ নিজের তিন বোন ডলি, আসফি এবং উরুসার সঙ্গে ধরা দিয়েছেন উরফি, যেখানে তাঁদের পারিবারিক রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে।
উরফির ভক্তদের জন্য বড় খবর হলো, তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে জনপ্রিয় ডেটিং রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’-র নতুন সিজনে। তবে প্রতিযোগিনী হিসেবে নয়, উরফিকে সেখানে দেখা যাবে ‘মিসচিফ মেকার’ হিসেবে। অর্থাৎ, স্প্লিটসভিলার প্রতিযোগীদের নাজেহাল করতে এবার উরফি কোন নতুন চাল চালেন, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।