২০১৯ সালে রাজনীতির আঙিনায় তাঁর ডানা মেলেছেন অভিনেত্রী। কিন্তু এখনও তাঁর প্রথম প্রেম অভিনয়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে উর্মিলা মাতোন্ডকর আবার স্ক্রিনে ফেরার প্রস্ততি নিচ্ছেন। শোনা যাচ্ছে আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে আটের দশকের অভিনেত্রীকে। কোভিডের কারণে শুটিং পিছিয়েছে তাও জানান উর্মিলা।
আরও পড়ুন সময় লেগে গেল ১৫ বছর! আবার কলম ধরছেন জাভেদ আখতার
আপাতত তিনি শুটিং শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উর্মিলা বলেন, “গত এপ্রিলে, একটি ওয়েব সিরিজের অংশ হওয়ার কথা ছিল। ওয়েব সিরিজের স্ক্রিপ্ট আমার অত্যন্ত পছন্দের ছিল। শুটিংয়ের তারিখও শিডিউল হয়ে গিয়েছিল, কিন্তু লকডাউনের কারণে তা পিছিয়েছে। তারপর শুটিং বন্ধ হয়ে যায় কারণ লকডাউনের মেয়াদ আরও বাড়ে। তবে এখন শুনছি কিছু অনুমতির সংক্রান্ত কারণে শুটিং আটকে গিয়েছে। তাই আমি শুধু অপেক্ষা করছি এটা দেখার জন্য আগামীদিনে কী হয়।” তিনি আরও বলেন, “সত্যি বলতে আমি জানি না প্রোজেক্ট ফের কবে শুরু হবে। একটা দারুণ কিছু হতে পারত। আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
তিনি আরও বলেন, অসাধারণ কোনও প্রোজেক্টের অফার যদি না আসে, শুধুমাত্র অভিনয় করার জন্য তিনি কোনও প্রোজেক্টে সাইন করবেন না। উর্মিলা বলেন, “যখন ফিরে তাকাই, আমি দেখতে পাই এক বহুমুখী কেরিয়ার। সুতরাং, যতক্ষণ না কোনও উচ্চতর কিছু না পাই, আমি যে কোনও প্রোজেক্টে আগ্রহ দেখতে পাই না। আমি কেবল শুধু অভিনয় করবার জন্য কাজ করব না। এবং সে কারণে আমি ডিজিটাল প্রোজেক্ট সম্পর্কে সত্যিই আগ্রহী ছিলাম। তবে আমি নিশ্চিত যে যদি এটা না হয় তবে দুর্দান্ত কিছু ঠিক সামনে আসবে। সুতরাং, আপনারা আমাকে বড় পর্দায় দেখতে পাবেন।”