উর্বশী রউটেলার এই শাড়ির মূল্যে কেনা যাবে একটি আস্ত চার চাকা, কত জানেন?

দিন কয়েক আগে প্রযোজক বিক্রম সিংয়ের বিয়ের জন্য চন্ডীগড় উড়ে গিয়েছিলেন উর্বশী। সেই অনুষ্ঠানেই শাড়িটি পরেছিলেন তিনি।

উর্বশী রউটেলার এই শাড়ির মূল্যে কেনা যাবে একটি আস্ত চার চাকা, কত জানেন?
এই সেই শাড়ি।
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 1:44 PM

নীতা অম্বানির ২ কোটি ৬ লক্ষের ব্যাগের কথা মনে আছে? দেখতে সাদামাটা হ্যান্ড ব্যাগ। অথচ সেই ব্যাগেরই এত দাম শুনে চোখ কপালে উঠেছিল আম আদমির। শোনা গিয়েছিল, সেই ব্যাগ নাকি কুমিরের চামড়া দিয়ে তৈরি। বসানো রয়েছে ২৪০টি হিরে। কিংবা ধরুন রমণীকুলের হার্টথ্রব ভিকি কৌশল। তাঁর হাত ঘড়ির দাম ২২ লক্ষ ৮০ হাজার টাকা। এ বার উর্বশী রউটেলার শাড়ির দাম নিয়ে জোর চর্চা নেটিজেনদের মধ্যে।

দিন কয়েক আগে প্রযোজক বিক্রম সিংয়ের বিয়ের জন্য চন্ডীগড় উড়ে গিয়েছিলেন উর্বশী। সেই অনুষ্ঠানেই শাড়িটি পরেছিলেন তিনি। হাল্কা রঙের শিফন শাড়ি। ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার সাঁচি জুনেজা। বি-টাউনের খবর, ওই একটি সিফন শাড়ির দাম নাকি পাঁচ লক্ষ টাকা। যা শুনে নেটিজেনদের কারও কারও রসিক মন্তব্য, “নিজের বিয়ে হলে তা-ও মানা যেত। অন্যের বিয়েতে এত দামের শাড়ি! সেলেব মানুষ। সব-ই সম্ভব”।

একজন আবার বলছেন, “যা শাড়ির দাম তাতে মধ্যবিত্তের ঘরে একটা চার চাকা চলে আসবে।” এখানেই শেষ নয়। যে হীরের গয়না তিনি পরেছেন, তার দাম না-না করেও ১৫ লক্ষ টাকার কাছাকাছি। ভাবুন তবে বন্ধুর বিয়েতেই উর্বশী নিজেকে সাজিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে।

উর্বশীকে শেষ দেখা গিয়েছিল ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভার্জিন ভানুপ্রিয়া’তে। হাতে রয়েছে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়ো’র কাজ। কিছু দিন আগেই ‘ব্ল্যাক রোজ’ নামে একটি ছবির শুট শেষ করলেন বি-টাউনের সেনসেশন উর্বশী রউটেলা।