গত মে মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা। তবে শেষরক্ষা হল না। এ দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৮ বছর। জানা যাচ্ছে, সকাল অবধি সুস্থ ছিলেন তিনি। সন্ধ্যাবেলায় চা-ও খেয়েছিলেন। হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। এর পরেই সব শেষ। নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
চলচ্চিত্র দুনিয়ায় এক উল্লেখযোগ্য নাম উৎপেলন্দু। দর্শকদের উপহার দিয়েছেন নানা ধরনের ছবি। ১৯৮২ সালে তাঁর পরিচালিত চোখ ছবিটি পেয়েছিল জাতীয় পুরস্কার। উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের পুরস্কারও। জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, রয়েছে এনএফডিসির স্বর্ণপদকও। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উৎপলেন্দু। পড়ে গিয়ে ভেঙেছিল কোমরের হাড়। ছিল প্রস্টেটের সমস্যাও। মে মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। যদিও প্রায় এক মাস পর বাড়ি ফিরে আসেন তিনি। এত যুদ্ধ করেও শেষরক্ষা হল না। উৎপলেন্দুর দুই মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদাও সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত। মা শতরূপা সান্যালও পরিচালক। যদিও উৎপলেন্দুর সঙ্গে যোগাযোগ নেই কারও।