সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা দিয়া মির্জা। পাত্র বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। এ বার দিয়া এবং বৈভবের বিয়ে নিয়ে মুখ খুললেন বৈভবের প্রাক্তন স্ত্রী সুনয়না। নিজের ইনস্টা স্টোরিতে অকপট তিনি। জানালেন শুধু তিনিই নন, এই বিয়েতে খুশি তিনি এবং তাঁর সন্তান সামাইরাও।
ভিডিয়োতে সুনয়নাকে বলতে শোনা যাচ্ছে, “আমি সুনয়না রেখি। আমার নাম নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। যদি নাও শুনে থাকেন তবে গোটা নিউজ জুড়েই এখন আমি রয়েছি। আমার প্রাক্তন স্বামীর সঙ্গে দিয়ার বিয়ে হয়েছে। তার পর থেকেই অগুন্তি মেসেজ আসছে আমার কাছে আমরা ঠিক আছি কিনা। আপনাদের জানিয়ে রাখি আমি এবং আমার মেয়ে দু’জনেই একদম ঠিক আছি। শুধু ঠিকই নই। আমার মেয়ে তো রীতিমতো উত্তেজিত।” সুনয়না জানান, মুম্বইয়ে তাঁদের কোনও পরিবার নেই তাঁর মেয়ে সামাইরা আর একটি পরিবার পেয়ে বেজায় খুশি।
স্বামীর দ্বিতীয় বিয়েকে প্রাণখুলে স্বাগত জানানোর জন্য সুনয়নাকে প্রশংসা করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। বৈভব এবং দিয়ার বিয়েতে হাজির থাকতে দেখা গিয়েছিল সামাইরাকেও। গত ১৫ ডিসেম্বর দিয়ার বান্দ্রার বাড়িতে পরিবারের লোকজন ও কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া। তাঁর বিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা দুনিয়াকে। দিয়ার বিয়েতেই প্রথম বার কোনও মহিলা পুরোহিত পুজোর যাবতীয় উপাচার সম্পন্ন করেছিলেন। কন্যা সম্প্রদান হয়নি। ইন্ডাস্ট্রি থেকে হাজির ছিলেন শুধুমাত্র অদিতি রাও হায়দারি এবং জ্যাকি ভাগনানি। এর আগে চলচ্চিত্র প্রযোজক শাহিল সঙ্ঘর সঙ্গে ২০১৪তে বিয়ে হয়েছিল দিয়ার। ২০১৯-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।