AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হ্যাঁ’ বলার আগে কত বার বরুণ ধওয়নকে ‘না’ বলেছিলেন গার্লফ্রেন্ড নাতাশা?

তিন বার প্রোপোজ করে ফেলেছেন অথচ ক্রাশ 'হ্যাঁ' বলছেন না কিছুতেই? হতাশ হবেন না। আপনি একা নন, বরুণ ধওয়নেরও একই অবস্থা হয়েছিল।

'হ্যাঁ' বলার আগে কত বার বরুণ ধওয়নকে 'না' বলেছিলেন গার্লফ্রেন্ড নাতাশা?
বরুণ এবং নাতাশা।
| Updated on: Dec 18, 2020 | 6:53 PM
Share

তিন বার প্রোপোজ করে ফেলেছেন অথচ ক্রাশ ‘হ্যাঁ’ বলছেন না কিছুতেই? হতাশ হবেন না। আপনি একা নন, বরুণ ধওয়নেরও একই অবস্থা হয়েছিল। করিনা কপূরের চ্যাট-শো’তে এসে বরুণ জানান, প্রেমিকা নাতাশা নাকি ‘হ্যাঁ’ বলার আগে ৩/৪ বার রিজেক্ট করে দিয়েছিলেন বরুণকে। কিন্তু বরুণও হাল ছাড়ার পাত্র নয়। নাতাশার মুখ থেকে ‘হ্যাঁ’ শুনে তবেই ক্ষান্ত হয়েছিলেন তিনি।

বরুণের কথায়, নাতাশার সঙ্গে যখন তাঁর প্রথম দেখা হয় তখন তিনি ক্লাস সিক্স। ক্লাস ১১/১২ অবধি ভাল বন্ধু ছিলেন তাঁরা। কিন্তু স্কুল ক্যান্টিনের একটা ঘটনাই সব হিসেবে উল্টে দিয়েছিল। বরুণ বলেন, “ও ‘ইয়োলো হাউজ’-এ ছিল আমি ‘রেড’। লাঞ্চব্রেকে স্কুল থেকে খাবার আর এনার্জি ড্রিঙ্ক দেওয়া হত। মনে আছে ও ক্যান্টিনে ঢুকল হেঁটে…আমার দিকে তাকাল…আমার মনে হয়, ওই দিন…ওই-ই প্রথম ওকে দেখে অন্য অনুভূতি হল আমার। প্রেমে আটকা পড়ে গেলাম।”

নাতাশা পেশায় ফ্যাশন ডিজাইনার। এ বছরেই সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল বরুণ এবং নাতাশার। কিন্তু করোনার কারণে তা ভেস্তে গিয়েছে। তবে করবেন খুব তাড়াতাড়ি। কেরিয়ারের পিকে বিয়ের সিদ্ধান্ত কেন? বরুণের কথায়, “একজনের সঙ্গে এত বছর থাকলে বিয়ের কথা আসবেই। আমার দাদা এবং বৌদিকে দেখে আরও আমার বিয়ে করার ইচ্ছেটা দানা বেঁধেছে। যখন আমি আমার ছোট্ট ভাইঝি নিয়ারাকে দেখি, তখনই মনে হয় ম্যারেজ ইজ গুড।”

আপাতত ছবির প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। খুব শীঘ্রই মুক্তি পাবে বরুণ ধওয়ন এবং সারা আলি খান অভিনীত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’। ৯০ দশকের আইকনিক ছবি কুলি নাম্বার ওয়ান-এর রিমেক ছবিটি। দু’টি ছবিই পরিচালনায় রয়েছেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধওয়ন।