কোভিড কারণে বেশ কয়েক বলিউডি নামজাদা কাপলের বিয়ে আটকে গিয়েছে। ২০২০-তে পিছিয়ে এসেছেন অনেকে। ২০২১-এর বছর শুরুতে সুখবর ভাসছে বলিউড। গতকাল অনুষ্কা শর্মা কন্যাসন্তানের জন্ম দিলেন। আর আজ বলিউডের পেল এক বিয়ের নিমন্ত্রণ। কোভিড-১৯ এর সব রকম সুরক্ষাবিধি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেব বলিউডের বহুচর্চিত জুটি। বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। জল্পনা এ মাসেই বিয়ে করতে চলেছেন লাভকাপল।
ঠিক ছিল ২০১৯ সালে বরুণ ধাওয়ান এবং নাতাশার বিয়ের খবর নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু কোভিড-১৯ প্যান্ডেমিক কারণে বিয়ে পিছিয়ে যায়। শোনা যাচ্ছে এ মাসেই বিয়ে করছেন বরুণ-নাতাশা।
কিছুক্ষণ আগে প্রকাশিত এক খবর অনুযায়ী বরুণ আলিবাগে পাড়ি দিয়েছেন।সেখানে পৌঁছে ফাইভ-স্টার হোটেল বুক করার প্ল্যানিং করবেন বরুণ। সূত্রের লখবর. “একটা বড়সড় পাঞ্চাবি বিয়ে হতে চলেছে। তবে সীমাবদ্ধ থাকবে আমন্ত্রিতদের সংখ্যা। প্রায় ২০০ জনের এক তালিকা তৈরি হয়েছে।
শুরুর দিকে বরুণ তাঁর সম্পর্ক নিয়ে একেবারে খোলামেলা ছিলেন না। তবে পরের দিকে সাক্ষাৎকারে তাঁর মুখে অনেকবার উঠে এসেছে নাতাশা দালালের নাম।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানান, “সবাই আমাকে বিয়ে ব্যাপারে জিজ্ঞেস করছে, তবে এখনও কিছউই ঠিক হয়নি। চারিদিকে যা হচ্ছে তা সবই অনিশ্চিত। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো এ বছর কিছু হতে পারে।”