AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা, অভিনয় করেছেন ‘সিম্বা’, ‘বাস্তব’ সহ জনপ্রিয় ছবিতে

দিন কয়েক আগে করোনা কেড়েছে ওপার বাংলার বর্ষীয়ান নায়িকা কবরীর প্রাণ। গোটা দেশ জুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি। দিল্লিতে লকডাউন, মুম্বইয়ে জারি কার্ফু। করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাকাল দেশবাসী।

করোনায় প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা, অভিনয় করেছেন 'সিম্বা', 'বাস্তব' সহ জনপ্রিয় ছবিতে
কিশোর নন্দলস্কর।
| Updated on: Apr 20, 2021 | 8:13 PM
Share

করোনা আবারও কেড়ে নিল প্রাণ। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। মঙ্গলবার থানের এক কোভিড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭০ বছর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল কোভিড পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। যদিও ভর্তি হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে তাঁর। অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক ভাবে নামতে শুরু করে। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। অতঃপর এ দিন মারা যান কিশোর নন্দলস্কর।

আরও পড়ুন :‘আপনি পুরুষরূপী কঙ্গনা’, সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য রণবীর শোরেকে, কী বললেন অভিনেতা?

মারাঠি ছবির এক উল্লেখযোগ্য নাম ছিলেন তিনি। ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ তাঁর। বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘খাকি’, ‘সিংহম’, ‘বাস্তব’, ‘সিম্বা’সহ একগুচ্ছ ছবি। গোবিন্দা অভিনীত ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ ছবির ‘সন্নাটা’ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকমনে গেঁথে রয়েছে

দিন কয়েক আগে করোনা কেড়েছে ওপার বাংলার বর্ষীয়ান নায়িকা কবরীর প্রাণ। গোটা দেশ জুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি। দিল্লিতে লকডাউন, মুম্বইয়ে জারি কার্ফু। করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাকাল দেশবাসী।

আরও পড়ুন-প্রথমেই ওটিটিতে স্ট্রিমিং নয়, ‘থালাইভি’ রিলিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট কঙ্গনা