গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র। বর্ষীয়ান অভিনেতাকে ভর্তি করানো হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। বাংলা থিয়েটার এবং চলচ্চিত্র জগতের অন্যতম দক্ষ অভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এ দিন তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বর্ষীয়ান অভিনেতার শারীরির অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে যোগাযোগ করা হয়েছিল তাঁর মেয়ে ময়ূরী মিত্রের সঙ্গে। তিনি বলেছেন, “হ্যাঁ, বাবার খুবই শরীর খারাপ। আশঙ্কাজনক অবস্থা। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছি। চিকিত্সকরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।” এরই মধ্য়ে অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর রটানোয় খুবই বিরক্ত অভিনেতার মেয়ে। আপাতত খুবই সঙ্কটজনক অবস্থা অভিনেতার।