‘ছিঃ ছিঃ, এত দেমাক’, ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করতেই হেমাকে তুলোধনা নিন্দুকের

Sneha Sengupta |

Jan 10, 2024 | 10:00 PM

Hema Malini Bad Behaviour: অতীতেও বহুবার ভক্তদের অনুরোধে সেলফি তুলতে অমত পোষণ করেছিলেন হেমা। কেবল তাই নয়, ভীষণ দুর্ব্যবহার করেছিলেন প্রত্যেকের সঙ্গে। তাঁর এই ব্যবহার সকলের জানা। কিন্তু কেন বারবার হিমা এমন আচরণ করেন? তাঁর ভক্তদের সঙ্গেই বা এই আচরণ কেন করেন হেমা, তা কারও জানা নেই।

ছিঃ ছিঃ, এত দেমাক, ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করতেই হেমাকে তুলোধনা নিন্দুকের
হেমা মালিনী।

Follow Us

নিজের ভক্তদের সঙ্গে অতীতেও দুর্ব্যবহার করার জন্য লাইমলাইটে এসেছিলেন হেমা মালিনী। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন হেমা। সেখানেই তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে যথাসময়ে পৌঁছেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখা মাত্রই এক ছবি শিকারী পৌঁছে যান। ভক্তের একটি অনুরোধ ছিল। প্রিয় অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। অন্য কোনও অভিনেত্রী হলে সাদরে সেলফি তুলতে দিতেন ভক্তকে। কিন্তু হেমার একদম ‘আদিখ্যেতা’ পোষায়নি। সেই ভক্তের সঙ্গে দারুণ দুর্ব্যবহার করেছিলেন তিনি। এবং তাঁকে বলেছিলেন, “আমি কি এখানে আপনার সঙ্গে ছবি তুলতে এসেছি”।

সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হেমার ব্যবহার দেখে তাঁর উপর ভীষণ রেগে গিয়েছেন নেট পাড়ার একাংশ। তাঁরা বলেছেন, ম্যাডাম আপনার সঙ্গে একটা ছবি তো তুলতে চেয়েছিলেন তিনি। কেউ তাঁকে অহংকারীও বলেছেন।

অতীতেও বহুবার ভক্তদের অনুরোধে সেলফি তুলতে অমত পোষণ করেছিলেন হেমা। কেবল তাই নয়, ভীষণ দুর্ব্যবহার করেছিলেন প্রত্যেকের সঙ্গে। তাঁর এই ব্যবহার সকলের জানা। কিন্তু কেন বারবার হিমা এমন আচরণ করেন? তাঁর ভক্তদের সঙ্গেই বা এই আচরণ কেন করেন হেমা, তা কারও জানা নেই। প্রত্যেকবারই ভক্তদের দেখে বিরক্তি প্রকাশ করেন প্রবীণা তারকা। কেবল ভক্তদের সঙ্গে নয়, সাংবাদিকদের সঙ্গেও মাঝে মধ্যে দুর্ব্যবহার করেন এবং আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাঁর মেজাজ নিয়ে তটস্থ থাকেন শুটিং ফ্লোরের অনেকেই।

Next Article