অনেকগুলো বছর ধরে পেটে ক্যানসার নিয়ে লড়াই করছেন। জীবনে দুঃখ পেয়েছেন প্রচুর। নিকটজনেরা পরিত্যাগ করেছেন শিল্পীকে। কিন্তু তিনি চিরকালই হাসিমুখে ক্যামেরার সামনে অভিনয় করেছেন। এই বর্ষীয়ান অভিনেত্রীর নাম বাসন্তী চট্টোপাধ্যায়। ৮৬ বছর বয়স। দমদমের এক হাসপাতালে ভর্তি আছেন বাসন্তী। বুকে পেসমেকার বসানো। কিডনির সমস্যায় ভোগেন। সম্প্রতি প্রচণ্ড অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি কিডনি বিকল হয়ে গিয়েছে তাঁর। আইসিইউতে রয়েছেন বাসন্তী। কোমায়। অতি সঙ্কটজনক অবস্থা। চিকিৎসকেরা চেষ্টা করছেন তাঁকে সুস্থ করে তুলতে।
এই ৮৬ বছর বয়সেও দাপিয়ে অভিনয় করে চলেছেন বাসন্তীদেবী। বাংলা সিরিয়াল ‘গীতা এলএলবি’তে ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর ছেলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বাসন্তীদেবীর শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বেশ বিচলিত। তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ভাস্বর-বাসন্তীদেবী। অনেকগুলি সিরিয়ালে ভাস্বরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকেও তাঁকে দেখা যাচ্ছে ভাস্বরের মায়ের চরিত্রেই। ফলে নিজের মায়ের মতোই তাঁকে সম্মান করেন ভাস্বর। তিনি প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী সম্পর্কে। TV9 বাংলাকে বলেছেন, “তিনি আমার খুব খোঁজ নিতেন। এখন এই অবস্থায় হাসপাতালে শুয়ে আছেন মানুষটা, চিন্তা হচ্ছে খুবই।”
কে থাকেন বাসন্তীদেবীর বাড়িতে? জানলে অবাক হবেন, ৮৭ বছর বয়সী বাসন্তীদেবী এক্কেবারে একলা। পরিবার বলতে কেউ নাকি খেয়াল রাখেন না। বাসন্তীদেবীর দেখভাল করেন এক পরিচারিকা। তিনিই ভরসা।