ছেলে অভিষেক নন, মেয়ে শ্বেতাকেই বেশি ভালবাসেন জয়া; জানালেন নাতনি নব্যা নভেলি নন্দা
Jaya-Abhishek-Sweta: কিছুদিন আগে জানা গিয়েছিল, জয়ার জন্যই নাকি স্বামী নিখিল নন্দার সঙ্গে বিয়ে ভেঙেছে শ্বেতার। জয়া নাকি মাত্র ২১ বছর বয়সে জোর করে এই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন শ্বেতার। কেবল তাই নয় বিয়ের পর কন্যার সংসারে অতিরিক্ত মাত্রায় হস্তক্ষেপ করতেন তিনি।
জানা গেল রসায়ন। বচ্চন পরিবারের অন্দরে ঘটনা ঘটেছে অনেক। যা লোক সমাজে কখনই আসেনি। বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক ভাল নেই পরিবারের। ঐশ্বর্য নাকি অভিমান করে মায়ের বাড়িতে চলে এসেছেন থাকতে। ঐশ্বর্যর সঙ্গে শাশুড়ি জয় বচ্চনের সম্পর্ক নাকি আর আগের মতো সুন্দর নেই। স্বামী অভিষেকের সঙ্গে মনোমালিন্য চলছে। এ সবের মধ্যে বারবারই খবরের শিরোনাম দখল করে নিচ্ছে বচ্চন পরিবারের রসায়নের নানা গল্প। সম্প্রতি জানা গিয়েছে, পুত্র অভিষেক নন, কন্যা শ্বেতাই নাকি বেশি কাছের মা জয়ার।
কিছুদিন আগে জানা গিয়েছিল, জয়ার জন্যই নাকি স্বামী নিখিল নন্দার সঙ্গে বিয়ে ভেঙেছে শ্বেতার। জয়া নাকি মাত্র ২১ বছর বয়সে জোর করে এই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন শ্বেতার। কেবল তাই নয় বিয়ের পর কন্যার সংসারে অতিরিক্ত মাত্রায় হস্তক্ষেপ করতেন তিনি। সেই সম্পর্ক নাকি জয়ার জন্যই ভেঙে যায় একটা সময়। কিন্তু সম্প্রতি শ্বেতার কন্যা নব্যা নভেলি নন্দা একটি পডকাস্টে জানিয়েছেন, অভিষেক নন, তাঁর মা শ্বেতাই বেশি আপন জয়ার।