Vicky-Katrina: বিয়ের পর কি উধাও প্রেম? ভিকি-ক্যাটের একান্ত মুহূর্তের ছবি প্রমাণ করল সবটা
Gossip: অবশেষে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। বিয়ের পর কেটেছে মাত্র দেড় বছর। এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে এই সেলেব জুটিকে ঘিরে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলের জানা। ক্যাটকে ঠিক কোন পর্যায় ভালবাসেন ভিকি তার প্রমাণ প্রকাশ্যেই মিলেছে বারবার। তবে বিয়ের পর কি তাঁদের মধ্যে সেই সমীকরণ এক রয়েছে? এবার একান্তে ছবি শেয়ার করে প্রমাণ দিলেন তাঁরা নিজেই। জুটিকে দেখে অবাক নেটপাড়া। একে অন্যের চোখে হারালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় গোধুলিবেলায় তোলা এই ছবি এখন চর্চার কেন্দ্রে, জুটি একে অপরের সঙ্গে এখন চুটিয়ে সংসার করছে। ভিকি সম্প্রতি তাঁর ছবির প্রচারে একাধিকবার ক্যাটকে নিয়ে মুখ খুলেছিলেন। কখনও স্ত্রীর প্রশংসা, কখনও আবার অভিযোগের আড়ালে আবদার, তাঁরা যে দিব্যি আছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
২০১৯ থেকে প্রেম শুরু। অবশেষে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। বিয়ের পর কেটেছে মাত্র দেড় বছর। এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে এই সেলেব জুটিকে ঘিরে। বিয়ের দেড় বছর হতে না হতেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জনে তোলপাড় বলিপাড়া৷ বিয়ের পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন ক্যাট৷ এরপরই শুরু হয় জল্পনা। ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জা়রা’ছবিতে কাজ করছেন অভিনেত্রী। এই ছবিতে ক্যাটের সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, এই ছবির পরেই হবে যাবতীয় পরিকল্পনা।
আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ ছবি নিয়ে চর্চা চললেও ক্যাটরিনার চরিত্র নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি৷ ছবির জন্যই কি এই পন্থা বেছে নিয়েছেন ক্যাটরিনা? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ইন্ডাস্ট্রির অন্দরের অবশ্য খবর, ছবি নিয়ে দর্শকের উত্তেজনাই জিইয়ে রাখতেই এই পন্থা বেছেছেন নির্মাতারা। এছাড়াও মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার আরও এক ছবি ‘মেরি ক্রিস্টমাস’-ও। হাতে রয়েছে বেশ কিছু ছবি। ক্যাট-অনুরাগীদের অবশ্য বক্তব্য, বারংবার সন্তান কবে আসছে এই প্রশ্ন না করে সিদ্ধান্ত তাঁকেই নিতে দেওয়া উচিৎ।
View this post on Instagram
