ছেলের নাম জিজ্ঞাসা করতেই ‘মুড অফ’ ভিকি কৌশলের? উত্তর না দিয়েই হাঁটা দিলেন…

ছেলের বয়স একমাস হতে চললেও, ভিকি কিন্তু প্রকাশ্যে আনেননি ছেলের নাম। কয়েকদিন আগে যেমন, সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের সন্তানের নাম জানিয়ে দিয়েছেন রাঘব-পরিণীতি এবং সিদ্ধার্থ-কিয়ারা। এ ব্য়াপারে কিন্তু চুপ করেই রয়েছেন ভিকি-ক্যাট।

ছেলের নাম জিজ্ঞাসা করতেই মুড অফ ভিকি কৌশলের? উত্তর না দিয়েই হাঁটা দিলেন...

|

Dec 02, 2025 | 4:58 PM

নভেম্বর মাসের ৭ তারিখই বাবা হয়েছেন ভিকি কৌশল। স্ত্রী ক্যাটরিনার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্য়া সন্তান। কিন্তু ছেলের বয়স একমাস হতে চললেও, ভিকি কিন্তু প্রকাশ্যে আনেননি ছেলের নাম। কয়েকদিন আগে যেমন, সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের সন্তানের নাম জানিয়ে দিয়েছেন রাঘব-পরিণীতি এবং সিদ্ধার্থ-কিয়ারা। এ ব্য়াপারে কিন্তু চুপ করেই রয়েছেন ভিকি-ক্যাট।

সম্প্রতি এক ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেখানেই পাপারাজ্জিরা ভিকিকে সামনে পেয়ে সোজা জিজ্ঞাসা করে বসেন, ছেলের কী নাম রাখলেন? ছবি শিকারিদের মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রথমে হতবাক হয়েছিলেন ভিকি। তারপর একটু থেমে, বলে উঠলেন, সময় আসুক জানাব!

ভিকির এই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ভিডিয়ো দেখেই অনেক নেটিজেন মনে করছেন, এমন প্রশ্ন শুনে ভিকির একটু মুড অফই হয়েছে। অনেকের মতে, ভিকির অভিব্যক্তিতেও ধরা পড়েছে সেই বিরক্তির ছাপ। পরে অবশ্য ভিকি স্পষ্ট জানান, বাবা হওয়াটা দারুণ এনজয় করছি। প্রতিটা মুহূর্ত সন্তানকে মিস করছি! তবে ভিকি এত কিছু বললেও, ছেলের নাম নিয়ে কোনও বক্তব্যই রাখেননি।

কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।