ক্যাটরিনার বাড়িতে হাজির ভিকি, সম্পর্কে শিলমোহর?
মাস্কে মুখ ঢেকে, পাপারাৎজির চোখ এড়িয়ে পার্টিতে হাজির হলেও শেষরক্ষা হল না।
বড়দিনের বড় খবর। ক্রিস্টমাস পালনে ক্যাটরিনার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে দেখা গেল রিউমারড বয়ফ্রেন্ড ভিকি কৌশলকে। মাস্কে মুখ ঢেকে, পাপারাৎজির চোখ এড়িয়ে পার্টিতে হাজির হলেও শেষরক্ষা হল না। ভিকি ধরা পড়ে গেলেন ক্যামেরার লেন্সে। ভিকি ছাড়াও ওই হেভিওয়েট পার্টিতে হাজির ছিলেন করণ জোহর, সিদ্ধার্থ মলহোত্র, অনন্যা পাণ্ডে সহ নামজাদা বলি তারকারা।
ভিকি পরেছিলেন ক্যাজুয়াল শার্ট। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্র এবং করণ জোহরকে দেখা গেল ফাঙ্কি লুকে। সিদ্ধার্থ পরেছিলেন লাল রঙের হুডি সঙ্গে কালো প্যান্ট। করণের পোশাকেও ‘কুল’ টাচ। ইশান খট্টর এবং অনন্যা পান্ডে আবার একসঙ্গে পার্টিতে ঢুকেছিলেন। স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে হাজির ছিলেন নেহা ধুপিয়াও।
View this post on Instagram
এ মাসেরই গোড়ার দিকে কর্ণ জোহরের পার্টিতেও দেখা গিয়েছিল চাঁদের হাট। অনন্যা পাণ্ডে, জোয়া আখতার, কবীর খান ছাড়াও দেখা গিয়েছিল ভিকি কৌশল এবং ক্যাটরিনাকেও। যদিও ‘সাবধানী জুটি’ আলাদা আলাদা গাড়িতে হাজির হয়েছিলেন পার্টিতে। রণবীর-আলিয়া, রাজকুমার-পত্রলেখা যখন তাঁদের প্রেম নিয়ে সরব তখন নিজেদের সম্পর্ক নিয়ে গোড়া থেকেই একেবারে চুপ ক্যাটরিনা-ভিকি। তাঁরা আদপে সম্পর্কে আছেন কিনা তা নিয়েও কোনওদিনও মুখ খোলেননি তাঁরা। তবে ছবি কথা বলে… পাপারাৎজি ক্যামেরা প্রায়শইএকসঙ্গে লেন্সবন্দী করেন ওই জুটিকে।
লকডাউনের গোটা সময়টা যখন রণবীর-আলিয়া একসঙ্গে কাটাচ্ছিলেন তখন গসিপ থেকে অব্যাহতি পেতেই হয়তো আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ভিকি-ক্যাট। তবুও বিতর্ক তাঁদের পিছু ছাড়েনি। হঠাৎ করেই রটে যায় ভিকি নাকি লকডাউন অমান্য করে লুকিয়ে ক্যাটের বাড়ি গিয়েছেন দেখা করতে। যদিও ভিকি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুম্বই পুলিশকে ট্যাগ করে লেখেন, তাঁর উপর ওঠা এ ধরনের অভিযোগ একেবারেই মিথ্যে এবং ভিত্তিহীন।