
পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের সিনে তারকারা। সোশাল মিডিয়ায় গর্জে উঠেছেন তাঁরা। এক্ষেত্রে ব্যতিক্রমী নন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তবে পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করে যে এমন বিপাকে পড়তে হবে, তা আন্দাজও করতে পারেননি অভিনেতা। অভিনেতার নামে রীতিমতো পুলিশে দায়ের হল অভিযোগ! হ্য়াঁ, দক্ষিণী সুপারস্টারের সঙ্গে ঘটেছে ঠিক এমন ঘটনাই। আর এই বিপাক থেকে বাঁচতে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন দেবারাকোন্ডা।
সম্প্রতি হায়দরাবাদে নিজের ছবির প্রচারে গিয়ে এক বেঁফাস মন্তব্য করে বসেন বিজয়। আর সেই মন্তব্যের কারণেই পড়েছেন ফ্যাঁসাদে। পহেলগাঁও হামলার নিন্দা করে বিজয় বলেন, এই সমস্যার একটাই সমাধান। কাশ্মীরের মানুষদের শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে। যাতে মগজধোলাই না করা যায়। কাশ্মীর ভারতের, কাশ্মীরের লোকজন ভারতীয়ই।
এরপরেই বেফাঁস মন্তব্যটি করে বসেন দক্ষিণের এই সুপারস্টার। বিজয় বলেন, পাকিস্তান তো নিজেই বিপাকে রয়েছে, ভারতকে জব্ধ করবে কীভাবে! পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসিদের মতো আচরণ করে। ওদের বুদ্ধি থাকলে থোরাই ভারতের সঙ্গে যুদ্ধ করতে নামবে।
বিজয়ের এই আদিবাসি মন্তব্য নিয়েই বিতর্ক শুরু। ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর-এর তরফ থেকে অভিযোগও দায়ের হয়েছে বিজয়ের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ পহেলগাঁও এবং পাকিস্তানের প্রসঙ্গে আদিবাসিদের টেনে, আদিবাসিদের অপমান ও অশ্রদ্ধা করেছেন দক্ষিণী নায়ক। দ্রুত তাঁকে ক্ষমা চাইতে হবে।
শনিবার বিজয় তাঁর সোশাল মিডিয়ায় একটি লম্বা পোস্টে লেখেন, আমি আসলে ঐক্যের কথা বলছিলাম। একটাই দেশ আমাদের, আর আমরা সবাই একটা দেশেরই জনগণ। তা হল ভারত। আমাদের সবার একটাই পরিচয় আমরা ভারতীয়। আর সবাই আমার পরিবার এবং ভাই। তবুও যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে ক্ষমা চাইছি।