
রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা বটে। রশ্মিকা-বিজয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা, যা রটল, তার অনেকটাই ঘটল। এই তারকা জুটির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যেত, রশ্মিকা ও বিজয়ের প্রেম একেবারে জমজমাট। গুঞ্জনপাড়া তো বলছে, বিয়ের আগেই নাকি হানিমুনে উড়ে গিয়েছিলেন রশ্মিকা-বিজয়! কিন্তু হঠাৎই বিজয় ও রশ্মিকার প্রেমের গল্পে টুইস্ট। নতুন গুঞ্জন, বিজয় ও রশ্মিকা নাকি সম্পর্কে ইতি টেনেছেন!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েকদিন ধরেই নানা ঘটনায় বিজয় রয়েছেন খবরের শিরোনামে। কখনও ভিকি কৌশল ও রশ্মিকার ছবি ছাভা নিয়ে মন্তব্য করে, তো কখনও পহেলগাঁও নিয়ে মন্তব্য করে বার বার বিতর্কে জড়াচ্ছেন দক্ষিণী সুপারস্টার। ঠিক সেই সময়ই অনুরাগীদের চোখ গিয়ে আটকাল, বিজয়ের ইনস্টাগ্রামে। দেখা গেল, রশ্মিকাকে ছাড়া বিজয় অন্য অনেকজনকেই ফলো করছেন। তাঁর ফলো সংখ্যা ৩৫। ব্যস, নিন্দুকরা ধরে ফেললেন, রশ্মিকা ও বিজয়ের সম্পর্কের তিক্ততার কথা। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই।