AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদেশের মাটিতে রশ্মিকা-বিজয়ের গোপন প্রেম! ফেব্রুয়ারিতেই কি বসছে বিয়ের আসর?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে রোম সফরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বিজয়। সেখানে দেখা যাচ্ছে, ঐতিহাসিক কলোসিয়ামের সামনে পোজ দিচ্ছেন অভিনেতা। তবে নেটিজেনদের নজর কেড়েছে অন্য একটি ছবি, যেখানে এক নারীকে বিজয়ের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যদিও ছবিতে ওই নারীর মুখ দেখা যায়নি, তবে ভক্তদের দাবি— ইনি আর কেউ নন, স্বয়ং রশ্মিকা মান্দান্না।

বিদেশের মাটিতে রশ্মিকা-বিজয়ের গোপন প্রেম! ফেব্রুয়ারিতেই কি বসছে বিয়ের আসর?
| Updated on: Jan 01, 2026 | 2:49 PM
Share

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার সম্পর্ক নিয়ে। এবার সেই জল্পনায় ঘৃতাহুতি দিল তাঁদের সাম্প্রতিক রোম সফরের ছবি। ইতালির ঐতিহাসিক শহর রোমে তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে রোম সফরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বিজয়। সেখানে দেখা যাচ্ছে, ঐতিহাসিক কলোসিয়ামের সামনে পোজ দিচ্ছেন অভিনেতা। তবে নেটিজেনদের নজর কেড়েছে অন্য একটি ছবি, যেখানে এক নারীকে বিজয়ের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যদিও ছবিতে ওই নারীর মুখ দেখা যায়নি, তবে ভক্তদের দাবি— ইনি আর কেউ নন, স্বয়ং রশ্মিকা মান্দান্না।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিজয় ক্যাপশনে লিখেছেন, “শুভ নববর্ষ আমার প্রিয় ভালোবাসা। চলো আমরা একসঙ্গে বেড়ে উঠি, দারুণ সব স্মৃতি তৈরি করি এবং ভালোবাসা ছড়িয়ে দিই। সবার জন্য রইল অনেক আদর ও আলিঙ্গন।”

আশ্চর্যের বিষয় হলো, কয়েক দিন আগেই রশ্মিকাও রোম ভ্রমণের বেশ কিছু ভিডিও ও ছবি পোস্ট করেছিলেন। সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দৃশ্য ছিল। তবে তীক্ষ্ণ নজরের ভক্তরা একটি ভিডিওতে বিজয়কে খুঁজে পেয়েছেন। একটি ছোট ক্লিপে দেখা যাচ্ছে, রশ্মিকা নিজে খাওয়ার আগে বিজয়কে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখার পর তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে আর কারও মনে বিশেষ সন্দেহ নেই।

ফেব্রুয়ারিতে উদয়পুরে রাজকীয় বিয়ে?

সূত্রের খবর, ২০২৫ সালের অক্টোবর মাসেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল সেরেছেন এই জুটি। যদিও তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। তবে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা দম্পতি।

খবর অনুযায়ী, বিয়েটিও হবে অত্যন্ত ব্যক্তিগত। সেখানে বলিউডের কোনো বড় তারকা নয়, বরং শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত থাকবেন। আংটি বদলের মতো বিয়েটাও লোকচক্ষুর অন্তরালেই সারতে চান তাঁরা। এখন দেখার, রোমের এই প্রেম শেষ পর্যন্ত উদয়পুরের ছাদনাতলা অবধি পৌঁছায় কি না!