করোনা টেস্ট করলেন বিরাট-অনুষ্কা, রিপোর্ট কী এল?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 02, 2021 | 11:09 AM

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না।

করোনা টেস্ট করলেন বিরাট-অনুষ্কা, রিপোর্ট কী এল?
দম্পতি।

Follow Us

জানুয়ারিতেই পরিবারে আসবে নতুন অতিথি। ২০২০-র লকডাউনের মাঝেই সে খবর জানিয়েছেন বিরাট কোহালি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অপেক্ষার আর কয়েকটা দিন। প্রস্তুতিও সারা। কিন্তু করোনা আতঙ্ক এখনও রয়েছে। তাই নতুন অতিথি ঘরে আসার আগে সুরক্ষার প্রয়োজনে কোভিড টেস্ট করতে হল দম্পতিকে। সুখবর, তাঁদের করোনা টেস্টের ফল নেগেটিভ।

এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিরাট। তিনি লিখেছেন, ‘বন্ধুরা, যাঁদের টেস্টের ফল নেগেটিভ আসছে, তাঁরা একসঙ্গে পজিটিভ সময় কাটাতে পারবেন। একসঙ্গে সুরক্ষিত পরিবেশে বন্ধুদের সঙ্গে থাকার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। নতুন বহছর অনেক আনন্দ, আশা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন।হ্যাপি নিউ ইয়ার।’

অনুষ্কা যে ভাল আছেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সম্ভব। আর সেখানে রীতিমতো অ্যাক্টিভ তারকারা। অনুষ্কা নিজের শারীরিক আপডেট সোশ্যাল ওয়ালেই দিয়েছেন।

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর বছর শেষের পার্টিতে নজর কাড়ল কে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন, বচ্চন পরিবারের বর্ষ শেষের পার্টিতে কী কী হল?

মা হওয়ার পর দ্রুত ফ্লোরে ফেরার ট্রেন্ড সেট করেছিলেন করিনা কপূর খান। তৈমুরের জন্মের কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করতে চান করিনা। যদিও অনুষ্কা সাময়িক বিরতি চান বলেই বলি সূত্রে খবর। আপাতত সন্তান তাঁর প্রায়োরিটি। তাই কবে ফের অভিনয়ে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর প্রযোজনার কাজ চলবে পুরোদমে।

Next Article