বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma) সদ্য বাবা-মা হয়েছেন। মেয়ের বয়স একদিন। জন্মের পর থেকেই লাইমলাইটে বিরুষ্কা কন্যা। কিন্তু মেয়ে হওয়ার খবর শেয়ার করার সঙ্গে সঙ্গেই বিরাট জানিয়েছিলেন, আপাতত তাঁদের ব্যক্তিগত সময়। সেটাকে সম্মান জানানোর অনুরোধ করেছিলেন। মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পক্ষপাতী নন দম্পতি। তবুও সোশ্যাল ওয়ালে ভাইরাল বিরুষ্কার মেয়ের ছবি। আর তা ভাইরাল হল বিরাটের দাদা বিকাশ কোহলির প্রোফাইল থেকেই। কিন্তু সে ছবি যে বিরুষ্কা কন্যার নয়, তা সোশ্যাল বার্তায় স্পষ্ট জানালেন বিকাশ।
গতকাল বিকাশ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘কন্যা সন্তান আশীর্বাদ। স্বর্গ থেকে পাওয়া উপহার। ছোট্ট এঞ্জেল এসেছে পরিবারে।’ সেখানে দেখা যাচ্ছিল, সদ্যোজাতর দুটি পা। নেট নাগরিকরা ভেবেছিলেন, সেটা বিরুষ্কার কন্যার পা। ফলে সেই ভিডিও ভাইরাল হয়। কিন্তু বিকাশের লেখায়, এমন কোনও উল্লেখ ছিল না। আদৌ যে ছবিটি বিরুষ্কার মেয়ের নয়, তা ফের মঙ্গলবার একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন বিকাশ।
এদিন পোস্টে বিকাশ লেখেন, ‘গতকাল আমি অনুষ্কা এবং বিরাটকে শুভেচ্ছা জানাতে যে ছবিটা ব্যবহার করেছিলাম, সেটা এমনি একটা ছবি। বিরুষ্কার মেয়ের আসল ছবি নয়। যেভাবে কিছু সংবাদমাধ্যমে খবর হচ্ছে, যে এটা স্পষ্ট করে বলতে বাধ্য হলাম।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। একদিকে ক্রিকেট মহল, অন্যদিকে বলিউড-শুভেচ্ছা বার্তায় ভাসছেন বিরাট-অনুষ্কা। কিন্তু মেয়ের ভুয়ো ছবি ভাইরাল হওয়ার ঘটনা কাঙ্খিত নয়। নিজেরা বারংবার এ বিষয়ে সতর্ক করার পরও নেট নাগরিকদের এই আচরণে ব্যথিত দম্পতির ঘনিষ্ঠরা। তাই বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের মত স্পষ্ট করেছেন বিকাশ।
আরও পড়ুন, মেয়ের কী নাম রাখলেন বিরাট-অনুষ্কা?