এইভাবে চুল কাটাতে কত লক্ষ টাকা পড়ল বিরাটের? সবটা বললেন হেয়ার স্টাইলিস্ট

Apr 07, 2024 | 7:24 PM

Virat Kohli: বিরাট নিজে এই নিয়ে একটিও শব্দ খরচ না করলেও, মুখ খুললেন এই কাণ্ডের কারিগর। অর্থাৎ যিনি তাঁর চুল কেটেছেন, সেই সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম নিজেই জানিয়েছেন, তাঁর কাছে চুল কাটতে কত টাকা লাগে?

এইভাবে চুল কাটাতে কত লক্ষ টাকা পড়ল বিরাটের? সবটা বললেন হেয়ার স্টাইলিস্ট
সবটা বললেন হেয়ার স্টাইলিস্ট

Follow Us

গতম্যাচে রাজস্থান রয়াল্যসের বিরুদ্ধে শতরান করেও দলকে জেতাতে পারেননি বিরাট কোহলি। তা নিয়ে দর্শকের হাহুতাশের শেষ নেই। তবে তাঁকে ঘিরে যে আলোচনা এই মুহূর্তে সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে তা হল তাঁর সাম্প্রতিক হেয়ারস্টাইল। ভুরু চেরা, চুলগুলো বিন্যস্ত, এক রাউডি লুকে হাজির হয়েছেন বিরাট, যা দেখে ভক্তদের মনে জেগেছে নানা প্রশ্ন। যে প্রশ্নটি বারেবারেই সকলে জানতে চেয়েছেন তা হল, এই চুলের স্টাইল করাতে কত খরচ হল ব্যাটারের?

বিরাট নিজে এই নিয়ে একটিও শব্দ খরচ না করলেও, মুখ খুললেন এই কাণ্ডের কারিগর। অর্থাৎ যিনি তাঁর চুল কেটেছেন, সেই সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম নিজেই জানিয়েছেন, তাঁর কাছে চুল কাটতে কত টাকা লাগে? তাঁর কথায়, “আমি কত টাকা নিয়ে মোটামুটি কারও কাছেই অজানা নয়। মোটামুটি ওই এক লক্ষ টাকা থেকে শুরু হয়। মাহি স্যর (মহেন্দ্র সিং ধোনি) ও বিরাট আমার খুব পুরনো বন্ধু। বহু বছর ধরে আমার কাছে চুল কাটাতে আসছেন ওঁরা।”

তিনি জানান, বিরাটকে একটি ‘কুল লুক’ দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই চিড়ে দেওয়া হয়েছে ভুরু। বিরাট চুলে হালকা রঙও করিয়েছেন। নতুন এই মুখ বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আপাতত সমাজমাধ্যমে ট্রেন্ড করছেন তাঁর এই নতুন লুক।

Next Article