WAVES 2025: ‘পুষ্পা ২’ কতটা বদলে দিল জীবন? আল্লু অর্জুন বললেন…

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সূচনা হল ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিটের।

|

May 01, 2025 | 8:34 PM

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সূচনা হল ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিটের। চারদিন ধরে চলবে এই সামিট। যেখানে অংশ নেবেন দেশ-বিদেশের খ্য়াতনামা ব্যক্তিত্বরা। বৃহস্পতিবার সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। টিভি নাইন নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের সঙ্গে বিশেষ আলাপচারিতায় পুস্পা স্টার জানালেন, পুষ্পা ২ ছবির পর কতটা বদলে গিয়েছে তাঁর জীবন।

আল্লু অর্জুনের কথায়, পুষ্পা চরিত্র আমার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। এই ছবি আমাকে বিশ্বমানের পরিচয় দিয়েছে। যার জন্য ভক্তদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একজন অভিনেতা হিসেবে, বিশেষ করে দেশের এক বিপুল ইন্ডাস্ট্রির অংশ হিসেবে বিশ্বের কাছে প্রভাব ফেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আজকের এই সম্মেলনও এই প্রয়াসকে নিয়ে আলোচনা হচ্ছে। পুষ্পা আমাকে শুধু দক্ষিণী অভিনেতা থেকে গ্লোবাল অভিনেতার পরিচয় দিয়েছে। যেটা সবচেয়ে বড় সম্মান।

আল্লু আরও বলেন, ”ভক্তরা যতটা আমার কথা ভাবে, আমিও ভক্তদের কথা ততটাই ভাবি। যে এনার্জি নিয়ে আমার ছবি দেখতে আসে তাঁরা। সেই এনার্জিটাই ভরপুর দিতে চাই আমি। আমি ভক্তদের আল্লু অর্জুনের সেরাটা উপহার দিতে চাই। আমি সেলফ মেড নই। বাবা প্রযোজক আল্লু অরবিন্দ, ফ্য়ামিলি, বন্ধু-বান্ধব ছাড়া আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। জীবনের প্রত্যেক অধ্যায়ে আমি সাহায্য পেয়েছি। আর এগিয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও আমি যে ছবি বানানো তা গ্লোবাল দর্শকদের প্রভাবিত করবে। গ্লোবাল মার্কেটে আলাদা প্রভাব ফেলতে পারবে।”

 

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সূচনা হল ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিটের। চারদিন ধরে চলবে এই সামিট। যেখানে অংশ নেবেন দেশ-বিদেশের খ্য়াতনামা ব্যক্তিত্বরা। বৃহস্পতিবার সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। টিভি নাইন নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের সঙ্গে বিশেষ আলাপচারিতায় পুস্পা স্টার জানালেন, পুষ্পা ২ ছবির পর কতটা বদলে গিয়েছে তাঁর জীবন।

আল্লু অর্জুনের কথায়, পুষ্পা চরিত্র আমার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। এই ছবি আমাকে বিশ্বমানের পরিচয় দিয়েছে। যার জন্য ভক্তদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একজন অভিনেতা হিসেবে, বিশেষ করে দেশের এক বিপুল ইন্ডাস্ট্রির অংশ হিসেবে বিশ্বের কাছে প্রভাব ফেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আজকের এই সম্মেলনও এই প্রয়াসকে নিয়ে আলোচনা হচ্ছে। পুষ্পা আমাকে শুধু দক্ষিণী অভিনেতা থেকে গ্লোবাল অভিনেতার পরিচয় দিয়েছে। যেটা সবচেয়ে বড় সম্মান।

আল্লু আরও বলেন, ”ভক্তরা যতটা আমার কথা ভাবে, আমিও ভক্তদের কথা ততটাই ভাবি। যে এনার্জি নিয়ে আমার ছবি দেখতে আসে তাঁরা। সেই এনার্জিটাই ভরপুর দিতে চাই আমি। আমি ভক্তদের আল্লু অর্জুনের সেরাটা উপহার দিতে চাই। আমি সেলফ মেড নই। বাবা প্রযোজক আল্লু অরবিন্দ, ফ্য়ামিলি, বন্ধু-বান্ধব ছাড়া আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। জীবনের প্রত্যেক অধ্যায়ে আমি সাহায্য পেয়েছি। আর এগিয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও আমি যে ছবি বানানো তা গ্লোবাল দর্শকদের প্রভাবিত করবে। গ্লোবাল মার্কেটে আলাদা প্রভাব ফেলতে পারবে।”