‘আমরা সবাই ডাক্তারি করে বিপদ ডেকে আনি’, কেন বললেন সায়ন ঘোষ?

সায়নের ডাক্তার বাবুদের নিয়ে 'ইনজেকশন ' পডকাস্ট খুব কম সময়ে খুব পপুলার হয়েছে। দর্শকরা বিরক্ত হচ্ছেনা, বরং উপভোগ করছে।

আমরা সবাই ডাক্তারি করে বিপদ ডেকে আনি, কেন বললেন সায়ন ঘোষ?

|

May 23, 2025 | 8:13 PM

অভিনেতা সায়ন ঘোষকে সকলেই চেনেন। যারা মনে করতে পারছেন না, তাদের যদি বলা হয় আর জে সায়ন। বললেই মনে পড়ে যাবে ‘হ্যাপি টু ডিসটার্ব’ রেডিও অনুষ্ঠান। সায়ন এখন অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মজার ছলে যে শ্রোতাদের হাসাতে পারে , সে সিরিয়াস অভিনয়ে দর্শকদের বুঁদ করতে পারে। ‘কখগঘ’ হোক বা ‘ বিরহী’ সবেতেই তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সামনেই তাঁর কয়েকটি ছবি মুক্তির কথা তার মধ্যে বিশেষ হল পরিচালক অর্ক মুখোপাধ্যায়ের ছবি ‘কাল্পনিক ‘ এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। এছাড়াও পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’, পরিচালক কিউ এর ‘দেশলাই’ ও রাজা চন্দ্র ছবি ‘হালুম’। এই ছবি ছাড়াও সায়ন এই মুহূর্তে ব্যস্ত তাঁর পডকাস্ট ‘ইনজেকশন’ নিয়ে। এই পডকাস্টি মূলত ডাক্তারের নিয়ঃ তৈরি হয়। যদিও অন্যান্য ডাক্তার দের নিয়ে সাক্ষাৎকার থেকে একদম আলাদা । কেন শুরু হল এই পডকাস্ট? এই প্রশ্নের উত্তরে সায়ন বললেন, ‘ আমার বাড়িতে একটা মেডিক্যাল এমারজেন্সি হয়েছিল, সেই সময় আমি প্রথম হসপিটাল দিনরাত,থাকি, তখন বুঝলাম ডাক্তারি ভাষা আমরা বুঝিনা জানিনা, আর তার ফলেই বেসরকারি হাসপাতালে যা হয় তাই হল আমার সব সেভিংস শেষ হয়ে গেল। তখন বুঝলাম ডাক্তারদের নিয়ে কিছু করা উচিত, কারন এই জায়গাটা প্রায় কেউ ছোঁয়নি। ”

তিনি আরও বলেন, ” তান্ত্রিক, ভূত নিয়ে লোকে পডকাস্ট করে, কিন্তু ডাক্তারদের নিয়ে করা হয়নি, কারন ডাক্তারি ভাষা খুব জটিল, প্রায় কিছুই বোধগম্য হয়না। সেখান থেকে ঠিক করি এমন কোন শো করব যেখানে গুরুত্বপূর্ণ কথা উঠে আসবে, সঙ্গে ডাক্তাররা যে একজন মানুষ আমাদের মত তারাও হাসে গান গায়, মজা করে, নাচে, হাসি ঠাট্টা করে সেটা তুলে ধরব। মজার ছলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণের বোধগম্য করে তোলার লক্ষ্য ছিল। এখন দেখা যাচ্ছে, সত্যি সবাই শুনছে, উপভোগ করছে, সঙ্গে নানা ডাক্তারি পরামর্শ সহজ ভাবে বুঝছে। ডাক্তার বাবুরাও এনজয় করছে।”

 

সায়নের কথা অনুযায়ী আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা উপেক্ষিত করে রেখেছি। সমাজের সকলেই প্রায় ডাক্তারি করে, কিছু না জেনেই। আমরা সবাই আন্দাজে ডাক্তারি করে বিপদ ডেকে আনি।  সায়নের ডাক্তার বাবুদের নিয়ে ‘ইনজেকশন ‘ পডকাস্ট খুব কম সময়ে খুব পপুলার হয়েছে। দর্শকরা বিরক্ত হচ্ছেনা, বরং উপভোগ করছে। দর্শক আশা করতেই পারে আগামী দিনে হয়ত অন্যান্য জীবিকা নিয়েও হতে পারে এইরকম মজাদার পডকাস্ট।