আমরা দু’বোন নয়! করিশ্মা সম্পর্কে কেন এ কথা বললেন করিনা

কিছুদিন আগে এক বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখাও যায়। করিশমা এক ভিডিও পোস্ট করেন ইনস্টাতে। ক্যাপশানে লেখেন, 'বোনের সঙ্গে কাজ করাটা সবসময় আনন্দের।’

আমরা দু’বোন নয়! করিশ্মা সম্পর্কে কেন এ কথা বললেন করিনা
করিশ্মা-করিনা
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 6:53 PM

করিনা কাপুর খান এবং করিশমা কাপুর Karishma kapoor। তাঁরা শুধুমাত্র দু’বোন নয় তাঁরা একে অপরের প্রিয় বন্ধুও। এক গভীর বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ দুই বোন। ছুটি কাটানো থেকে একসঙ্গে ডিনার করার ছবি দু’জনের সোশ্যাল হ্যান্ডেল থেকে নিয়মিত পোস্ট হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা বলেন, “আমার মনে হয় ও (করিশমা) আমার বোনের থেকে বেশি বন্ধু। আমরা ভীষণ ক্লোজ। আমরা দু’বোন নয়, বেস্ট ফ্রেন্ড। আমরা সব শেয়ার করি। আমাদের সম্পর্কে এক দারুণ স্বচ্ছতা আছে। আমি ওর দিদি, কারণ আমি সবসময় ওকে বকাঝকা করি, আবার পরামর্শও দিই। ও আমার কাছে এমন এক মানুষ যার কাছে আমি সবসময় যেতে পারি। ও এমন এক মানুষ যার কথা মাথায় সবসময় চলতে থাকে।”

View this post on Instagram

A post shared by KK (@therealkarismakapoor)

কিন্তু দিদির থেকেও বহু পরামর্শ নিয়েছেন করিনা। সে বিষয়ে করিনা বলেন, “ও সবসময় ভীষণ সাপোর্টিভ। ও এমন একজন যে আমাকে ১০০ শতাংশ বিশ্বাস করে। কখনও আমাকে জাজ করে না। নিস্বার্থভাবে ভালবাসে। যে আমাকে সবসময় বলে, তুমি যা তুমি তা-ই থাকবে। তোমার যা ঠিক মনে হয় তা-ই করবে। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন। যদি এমন কিছুও হয়ে থাকে যা আমার কাছে ঠিক ওর কাছে নয়, তখনও আমাকে সাপোর্ট করে, এবং অ্যালাও করে যে আমি আমার মনের কথা শুনি। এটাই ওর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় পরামর্শ।”

করিনা এও বলেন যে একটা ভাল স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন তিনি, যেখানে দু’বোন একসঙ্গে কাজ করবেন। কিন্তু এখনও তেমন স্ক্রিপ্ট তাঁর হাতে আসেনি।

কিছুদিন আগে এক বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখাও যায়। করিশমা এক ভিডিও পোস্ট করেন ইনস্টাতে। ক্যাপশানে লেখেন, ‘বোনের সঙ্গে কাজ করাটা সবসময় আনন্দের।’