পার্নোর প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাপস বললেন, ‘অভিনেতা’

সৈকত দাস | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 14, 2021 | 6:01 PM

বুধবার দুপুরে বরানগরের বিজেপি প্রার্থী (BJP Candidate) পার্নো মিত্রর প্রচার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির তারকা প্রার্থীর অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের মিছিলের ওপর হামলা চালায় তৃণমূল (TMC)।

পার্নোর প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাপস বললেন, অভিনেতা
নিজস্ব চিত্র

Follow Us

বরানগর: বুধবার দুপুরে বরানগরের বিজেপি প্রার্থী (BJP Candidate) পার্নো মিত্র (Parno Mitra)-র প্রচার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির তারকা প্রার্থীর অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের মিছিলের ওপর হামলা চালায় তৃণমূল (TMC)। তাঁকেও মারধরের চেষ্টা করা হয়। কর্মীরা তাঁকে আড়াল করলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেছে বিজেপি (BJP)। এদিকে তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী তাপস রায়। তাঁর কটাক্ষ, অভিনয় করছেন তারকা প্রার্থী।

বিজেপির দাবি, শান্তিপূর্ণভাবেই মিছিল ও প্রচার করছিলেন তাঁরা। কিন্তু বিনা প্ররোচনায় তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পার্নোর অভিযোগ, মিছিলের মাঝে হঠাৎ করে একজন মহিলা তাঁকে মারধরের চেষ্টা করে। কিন্তু কর্মীরা আড়াল করে নেয় তাঁকে। এরপর তৃণমূলের পতাকা দেওয়া লাঠি দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে কয়েকজন বলে তাঁর অভিযোগ। প্রত্যক্ষদর্শী এক বিজেপি কর্মী জানান, জুতো দিয়েও তাঁদের এক কর্মীকে মারধর করা হয়েছে। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিজেপির দাবি, ঘটনার সময় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তারা।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘জনসংযোগ’ রাহুলের, প্রমাণ-সহ কমিশনে নালিশ জ্যোতিপ্রিয়র

এরপর দোষীদের অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে বরানগর থানায় যান পার্নো মিত্র। বিজেপির তরফে জানানো হয়, যতক্ষণ না দোষীদের শাস্তি দেওয়া বিটি রোডে অবরোধ চলবে।

এদিকে তাঁদের ওপর ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিদায়ী মন্ত্রী তথা বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় (Tapas Roy)। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই প্রায়শই অশান্তি হচ্ছে এলাকায়। পাশাপাশি পার্নোর অভিযোগের প্রেক্ষিতে তাঁর কটাক্ষ, “অভিনয় জগতের লোক তো! ওটাই ভাল পারবে।”  তাপসের পাল্টা দাবি, তৃমমূলের এক কর্মী আহত হয়েছেন। জানান, পুলিশকে সমস্ত বিষয়টি তিনি জানিয়েছেন। বিজেপির অভিযোগের সত্যতা বিচার করতেও পুলিশকে আবেদন করেছেন বলে জানান তিনি।

Next Article