‘স্ত্রীর কথা মোটেও…’, সব স্বামীদের কী টিপস দিলেন ‘পুষ্পা’ স্টার আল্লু?

Dec 12, 2024 | 7:21 PM

Allu Arjun: মাত্র ৬ দিনের মাথায় এই ছবি রেকর্ড গড়েছে। ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে পুষ্পা ২। তাই সকল অনুরাগীদের ধন্যবাদ জানালেন আল্লু অর্জুন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি।

স্ত্রীর কথা মোটেও..., সব স্বামীদের কী টিপস দিলেন পুষ্পা স্টার আল্লু?

Follow Us

পুষ্পা ২, বর্তমানে গোটা ভারতের বুকে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি। বক্স অফিসে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে পুষ্পা ২। আল্লু অর্জুনের অভিনয় থেকে ব্যক্তিত্ব, চরিত্রের পরতে-পরতে জড়িয়ে থাকা অ্যাকশন থেকে ড্রামা, সবই মন ছুঁয়েছে অনুরাগীদের। তার প্রতিফলন স্পষ্ট বক্স অফিস কালেকশনে। মাত্র ৬ দিনের মাথায় এই ছবি রেকর্ড গড়েছে। ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে পুষ্পা ২। তাই সকল অনুরাগীদের ধন্যবাদ জানালেন আল্লু অর্জুন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। মঞ্চে উঠেই বললেন– “ধন্যবাদ ভারত, ধন্যবাদ। আমি সকলের কাছে কৃতজ্ঞ। এ ভারতীয় ছবির জয়। সিনেমার উন্নতি হোক। একের পর এক রেকর্ড ভেঙে যাক পরের পর ছবি। এই সেলিব্রেশন গোটা ভারতীয় ছবির। হিন্দি ইন্ডাস্ট্রি, তামিল-কেলুগু ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, ভারতের সব প্রান্ত থেকে এই ছবিকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই যে আপনারা ১০০০ কোটি দেখছেন, এটা টাকার একটা সংখ্যা মাত্র, আসলে এ হল সকলের ভালবাসা।”

আরও একবার সকলকে নমস্কার জানিয়ে যখন মঞ্চ ত্যাগ করছিলেন পুষ্পা স্টার, তখনই সঞ্চালক করে বসেন এক মজার প্রশ্ন। পুষ্পা ছবিতে দেখানো হয়েছে, পুষ্পা তাঁর স্ত্রীর একটা অনুরোধ রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টে ফেলেছিলেন। এ দৃশ্য দেখার পর নাকি প্রতিটা মহিলাই তাঁদের স্বামীদের খোঁচা দিচ্ছে। এই অবস্থায় সকল স্বামীদের উদ্দেশে কী টিপস দেবেন আল্লু অর্জুন?

প্রশ্ন শুনে খানিকটা থেকে পুষ্পা স্টার বললেন– সব সময় স্ত্রীর কথা শোনা উচিত অর্থাৎ স্ত্রীর কথা মোটেও অমান্য করবেন না। এটাও ছবির এক সংলাপ। আল্লু অর্জুনের মুখে তা আরও একবার শুনে করতালিতে ভরে উঠল গোটা হল।

Next Article