স্বরলিপি ভট্টাচার্য |
May 05, 2021 | 7:40 PM
রাজু শ্রেষ্ঠ। না! এই নামের সঙ্গে পরিচিত না হলেও মাস্টার রাজুকে সিনে পর্দায় আপনি নিশ্চয় দেখেছেন। অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার ছবি দেখার অভ্যেস থাকলে এই শিশু শিল্পীকে আপনার মনে পড়বে।
‘বাবুর্চি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চিতচোর’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শেষের ছবিটির জন্য সেরা শিশু শিল্পীর জাতীয় পুরস্কারও পেয়েছিলেন মাস্টার রাজু।
এ হেন রাজুকে এখন কেমন দেখতে? তিনি এখন কী করছেন? জানলে অবাক হবেন, রাজু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার তৈরি করেছেন। এখনও তিনি বলিউড ইন্ডাস্ট্রিরই অংশ।
‘জয় হনুমান’, ‘সিআইডি’, ‘আদালত’, ‘ভারত কা বীর পুত্র মাহারানা প্রতাপ’-এর মতো একাধিক টেলি ধারাবাহিকেও অভিনয় করেছেন রাজু।
কিছুদিন আগে শক্তি কাপুরের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজু জানান, দিল্লির একটি স্কুলের অনলাইন অনুষ্ঠানের জন্য শক্তি কাপুরের সঙ্গে মিটিং করেছেন।
১৯৭৭-এ ‘কিতাব’ ছবিতে উত্তম কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন রাজু। সোশ্যাল মিডিয়ায় সে সহ পুরনো দিনের স্মৃতিচারণ করেন তিনি।
ছোটবেলায় যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, বড় হয়ে সেই জনপ্রিয়তা লাভ করতে পারেননি রাজু। তবে ‘জয় হনুমান’ ধারাবাহিকে নারদ মুনির চরিত্র তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল।