লোকেশের সঙ্গে কি স্বজনপোষণ করেছিলেন প্রসেনজিৎ? মুখ খুললেন অভিনেতা…

Lokesh Ghosh on Prosenjit: অঞ্জনের সঙ্গে 'মুখ্যমন্ত্রী' ছবিতে কাজ করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের। সেই ছবিতে টোটা রায়চৌধরীর জায়গাটি অফার করা হয় লোকেশকে। কিন্তু তিনি রাজি ছিলেন না। শেষমেশ প্রসেনজিতের জায়গাটাই পেয়েছিলেন লোকেশ। তাঁর সঙ্গে কি স্বজনপোষণ করেছিলেন প্রসেনজিৎ? মুখ খুলেছেন লোকেশ...

লোকেশের সঙ্গে কি স্বজনপোষণ করেছিলেন প্রসেনজিৎ? মুখ খুললেন অভিনেতা...
প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় এবং লোকেশ ঘোষ।

|

Mar 19, 2024 | 8:00 AM

৯০-এর শেষের দশকে ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল লোকেশ ঘোষের। বাবা নামকরা প্রযোজক। মুম্বইয়ে ছবি প্রযোজনা করছিলেন তিনি। অমিতাভ থেকে মিঠুন–সকলেই তাঁর প্রযোজনায় কাজ করেছিলেন চুটিয়ে। কিন্তু লোকেশের সেই সুযোগ ঘটেনি। বাবা মাকে ছেড়েছিলেন। সেই নিয়ে ছিল ক্ষোভ। বাবাকে দরাজ কণ্ঠে লোকেশ বলেছিলেন, “তোমার কোনও সাহায্য আমার লাগবে না।” আত্মাভিমানী বাবা তারপর জনে জনে প্রযোজক-পরিচালকদের বলেন, “আমার ছেলেকে কাজ দেবেন না।” কোনও কারণ ছাড়াই লোকেশকে বের করে দেওয়া হত। কাজ দেওয়া হত না। লরির দালালি করেছিলেন লোকেশ। সেই লোকেশকেই সুযোগ করে দিলেন পরিচালক অঞ্জন চৌধুরী। সেই সময় অঞ্জনের সঙ্গে ‘মুখ্যমন্ত্রী’ ছবিতে কাজ করছিলেন প্রসেনজিৎ। সেই ছবিতে টোটা রায়চৌধরীর জায়গাটি অফার করা হয় লোকেশকে। কিন্তু তিনি রাজি ছিলেন না। ‘নাগ নাগিনী নাচ রে’ নামের একটি ছবিতে অভিনয় করার সুযোগ ঘটে লোকেশের। নায়কের চরিত্রে। তারপর শুটিংয়ের পূর্বে চিকেন পক্স হয় প্রসেনজিতের এবং মুখ্যমন্ত্রীতে নায়কের জায়গায় কাস্ট করা হয় লোকেশকে।

এই প্রসেনজিৎ সম্পর্কে স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন শ্রীলেখা মিত্র, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। সেই একই প্রশ্ন করা হয়েছিল লোকেশ ঘোষকে। TV9 বাংলা তাঁকে জিজ্ঞেস করেছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর যে নানা সময়ে অভিযোগের আঙুল তোলা হয়, বলা হয় তিনি স্বজনপোষণ করেছেন এর সঙ্গে, ওর সঙ্গে… আপনার এ ক্ষেত্রে অভিজ্ঞতা কী রকম?

আত্মবিশ্বাসের সঙ্গে লোকেশ বলেছিলেন, “আমার সঙ্গে বুম্বাদার (পড়ুন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়) দারুণ ভাল সম্পর্ক। একটা কথা বলুন তো, কেউ যদি এক নম্বরে থাকে, তা হল তিনি তো তাঁর জায়গাটাকে ধরে রাখার চেষ্টাই করবেন। তিনি তো অনেক কষ্ট করে এই এক নম্বর জায়গাটায় পৌঁছেছেন। তাই সেখানে টিকে থাকার জন্য যা-যা করণীয়, তাই-তাই করেছেন।”

তারপর একটি মোক্ষম কথা প্রশ্ন করেছিলেন লোকেশ। তিনি জানতে চেয়েছিলেন, “আমার আরও একটা কথা বলার আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে আজকে অনেক কথা বলা হচ্ছে–তিনি তো এখন আর বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন না…। যখন ঘটনাগুলো ঘটেছিল, সেই সময় কেন কথাগুলো বলা হয়নি, তখন কি ভয় ছিল মনে? যদি কাঠি করে দেন…”