কমলিকা মুখ খুললেন, বললেন, ‘এই প্রেম এবং বিচ্ছেদ আমাকে অনেক…’

Sneha Sengupta |

Apr 11, 2024 | 9:00 AM

Kamalika Banerjee Secrets: প্রেম এবং বিচ্ছেদ কতখানি পাল্টে দিয়েছে অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্য়ায়কে। এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। একটা সময় এক বিখ্যাত সঞ্চালকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে এসেছিল। কিন্তু তা তো এখন অতীত। নিজেকে কীভাবে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী?

কমলিকা মুখ খুললেন, বললেন, এই প্রেম এবং বিচ্ছেদ আমাকে অনেক...
কমলিকা বন্দ্যোপাধ্য়ায়।

Follow Us

‘এক আকাশের নীচে’ সিরিয়ালে বাড়ির ছোট মেয়ে ছুটকির চরিত্রে অভিনয় করে দর্শকমনে দাগ কেটেছিলেন অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্য়ায়। একাধিক সিরিয়াল, টেলিফিল্ম, সিনেমা, ওয়েব সিরিজ়েও তাঁর উজ্জ্বল উপস্থিতি পাওয়া যায়। এই কমলিকা কিন্তু পরিচালক কিউ-এর ছবিতে অভিনয়ের নিরিখে বেশ সাহসের পরিচয়ও দিয়েছিলেন। মা-কাকিমাদের বেশ পছন্দের শিল্পী তিনি। কিছুদিন আগেই তাঁর ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন কমলিকা।

তারকাদের পর্দায় দেখার পাশাপাশি তাঁদের ব্যক্তিজীবন নিয়ে বেশ আগ্রহী দর্শক। চিরকালই তাই হয়ে এসেছে। ছোটপর্দা হোক কিংবা বড়… নায়ক-নায়িকাদের ব্যক্তিজীবনে উঁকি দিতে চান অনুরাগীরা। তাঁদের প্রেমজীবনে কী ঘটল, তাই নিয়ে কৌতূহলী তাঁরা। দর্শকের এই খিদে মিটিয়ে কমলিকা মুখ খুলেছেন। জানিয়েছেন তাঁর প্রেম জীবনের কথা।

অভিনেত্রী জীবনে সবচেয়ে মধুর প্রেম আসে তাঁর বয়ঃসন্ধিতে। এক সাক্ষাৎকারে কমলিকা বলেছেন, “আমার বয়ঃসন্ধিতে প্রথম প্রেম আসে জীবনে। সেটা বেশ মধুর। সেটাই আমার অন্তরের মণিকোঠায় এখনও জ্বলজ্বল করছে। সেই প্রেম আমাকে জীবনে ভীষণই ইতিবাচকভাবে গাইড করেছে। যে কোনও কিছুর প্রথমের তো একটা অন্য মাধুর্য থাকে। সেটা খুবই ইনোসেন্ট আর পিওর একটা জায়গা ধারণ করে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল।”

সম্পর্কের ক্ষেত্রে ভীষণই স্পর্শকাতর কমলিকা। তিনি বিশ্বাস করেন, যে সম্পর্কে সম্মান থাকেন না তার কোনও মাটি থাকে না। সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ কতখানি পাল্টে দিয়েছে মানুষ কমলিকাকে? অভিনেত্রী অকপট বলেছেন, “আরও একটু ভাল মানুষ হয়েছি মনে হয়।”

Next Article
‘এ কী হাল টাব্বু মুখের?’ দোষ কার, উত্তর খুঁজতে মরিয়া নেটপাড়া
রাজনীতিতে অক্ষয় কুমার? কঙ্গনার পথেই কি হাঁটবেন সুপারস্টার…