“প্রযোজককে বাসন মাজতে বলেন নানা পাঠেকর”,কেন বললেন পরেশ রাওয়েল?

নানা পাঠেকর নিয়ে এক মজার ঘটনা জানালেন পরেশ রাওয়েল। সব শিল্পীরাই একটু টেটিয়া হয়ে থাকে। ভালবেশে বললে এক টাকাতেও কাজ করা যায়।

প্রযোজককে বাসন মাজতে বলেন নানা পাঠেকর,কেন বললেন পরেশ রাওয়েল?

|

May 01, 2025 | 4:48 PM

অভিনেতা পরেশ রাওয়েল এমনিতেই ঠোঁটকাটা। কমেডি থেকে ভিলেন সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালবাসা পেয়েছেন। সম্প্রতি জাতীয় স্তরের একটি পডকাস্টে এসে এমন কথা বলেছেন যে সেই সাক্ষাৎকার এখন নেট দুনিয়ায় ভাইরাল। পরেশ রাওয়েল সাক্ষাৎকারে আলোচনা করছিলেন, বলিউডে পার্শ্ব চরিত্রের অভিনেতাদের তেমন মূল্যায়ন হতনা। তিনি বলেন কিন্ত এখন পরিস্থিতি বদলেছে। এই প্রসঙ্গেই তিনি জানান, আসলে শিল্পীরা একটু টেটিয়া হয়, ভালোবেসে বললে একটাকাতেও কাজ করেদেয়,তবে ব্যবহার ভালো নাহলে কোটি টাকাতেও কাজ করেনা। তিনি বলেন, ” একবার এক প্রযোজক বলেন তোমাকে পনেরো হাজার টাকার বেশি দেওয়া যাবেনা। তখন আমিও ঢিট হয়ে বলি তোমার থেকেতো আমি একান্ন হাজারের একটাকাও কম নেবো না। কম টাকায় কাজ করিওনি। ”

 

তিনি আর”ও বলেন, ” বলিউডে প্রথম নানা পাঠেকর একজন পার্শ্ব চরিত্রের জন্য এক কোটি টাকা চেয়ে ছিলেন , নিয়েও ছিলেন। মজার কথা সেই সময় কোন নায়ক এক কোটি চাইতে পারতনা, তবে নানা পেরেছিলেন, নানা পাঠেকর অন্যধরনের মানুষ, আমি নাম নেবোনা প্রযোজকের, তবে সেই প্রযোজককে বাড়িতে ডেকে বাসন মাজতে বলেন। বিষয়টা ছিল, নানা পাঠেকর একবার এক প্রযোজককে বলেন, ‘খাবার খেতে ভালোবাসতো, চলে আসো বাড়িতে , ভালো মাংশ খাওয়ানো, সঙ্গে ছবির চিত্রনাট্য শোনে নেবো, তবে পার্শ্ব চরিত্র হলেও এক কোটি টাকার কম নেবো না । এর পর সেই প্রযোজক নানা পাঠেকরের বাড়ি পৌঁছলে খাওয়ার পর বলেন, চলো এবার বাসন মাজো”।নানা ভাই এটা করতেই পারেন। সবাই নাঅঁআ পাঠেকরকে তাই সময়ে চলেন। “