৩৬ বছরের বিবাহিত অক্ষয়ের বাহুডোরে ২১-এর প্রিয়াঙ্কা, প্রেমের রটনা ছিল নাকি সম্পর্ক ছিল সত্যি?

Sneha Sengupta |

Feb 19, 2024 | 11:21 AM

Priyanka-Akshay Alleged Affair: 'অ্যাতরাজ়', 'আন্দাজ়', 'ওয়াক্ত', 'মুঝ সে শাদি কারোগি' ছবিতে পর্দায় রোম্যান্স করেন তাঁরা। নায়ক-নায়িকা জুটি হিসেবে দর্শকের ভালবাসাও পেয়েছিলেন অক্ষয়-প্রিয়াঙ্কা। তাঁদের অন-স্ক্রিন রটনা নিয়ে কোনও কথাই বলেননি এই দুই তারকা। তবে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা।

৩৬ বছরের বিবাহিত অক্ষয়ের বাহুডোরে ২১-এর প্রিয়াঙ্কা, প্রেমের রটনা ছিল নাকি সম্পর্ক ছিল সত্যি?
প্রিয়াঙ্কা-অক্ষয়

Follow Us

২১ বছর বয়স ছিল যখন, সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময় অক্ষয়ের বয়স ছিল ৩৬। সেই সময় অক্ষয়ের বিয়ে হয়ে গিয়েছিল রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্নার সঙ্গে। তাঁদের পুত্র আরবের জন্ম হয়ে গিয়েছে। তখনই প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয় আরবের। প্রিয়াঙ্কা-অক্ষয়ের একসঙ্গে কাজ করা হয়ে গিয়েছে। ‘অ্যাতরাজ়’, ‘আন্দাজ়’, ‘ওয়াক্ত’, ‘মুঝ সে শাদি কারোগি’ ছবিতে পর্দায় রোম্যান্স করেন তাঁরা। নায়ক-নায়িকা জুটি হিসেবে দর্শকের ভালবাসাও পেয়েছিলেন অক্ষয়-প্রিয়াঙ্কা। তবে তাঁদের অন-স্ক্রিন রটনা নিয়ে কোনও কথাই বলেননি এই দুই তারকা। তবে করণ জোহরের কাছে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। অক্ষয় সম্পর্কে প্রিয়াঙ্কাকে খোলামেলা প্রশ্ন করেছিলেন করণ।

…তাতে বেশ বিরক্তই হয়েছিলেন প্রিয়াংকা। বিরক্তির সুরে প্রিয়াঙ্কা বলেছিলেন, “এটা নিয়ে অনেক কথা হয়েছে। অনেক অনুমান চলেছে সব জায়গায়। মানুষ ছাড়েননি আমাদের। তবে আমার বাবা-মা আমাকে বিশ্বাস করেন। তাঁরা কোন গুজবেই কর্ণপাত করেননি। আমি জানি, অক্ষয় বিবাহিত এবং এটা খুবই বিরক্তিকর একটা রটনা।”

শাহরুখ খানের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার। তাঁরা নাকি বিয়ে করেছিলেন দুবাইয়ে। এমন কথাও রটেছিল একটা সময়ে। প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পত্নি গৌরীর সঙ্গে দূরত্ব হতে শুরু করেছিল শাহরুখের। গৌরী নাকি স্বামীর ঘর ছেড়ে থাকতে শুরু করেছিলেন তাঁর মায়ের কাছে। বাপের বাড়ি দিল্লিতে চলে গিয়েছিলেন তিনি। গৌরীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে নাকি সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হয়েছিল শাহরুখকে। এই ঘটনার পর তাঁদের ব্যক্তিগত পার্টিতেও প্রিয়াঙ্কাকে ডাকা বন্ধ করেছিলেন গৌর। ঘটনাচক্রে প্রিয়াঙ্কা ছিলেন গৌরীর অত্যন্ত প্রিয় বান্ধবী। বান্ধবী হয়ে স্বামীকে ছিনিয়ে নেওয়ার দুঃসাহস কিছুতেই মানতে পারেননি গৌরী।

পরবর্তীতে নিজের থেকে ১৪ বছরের ছোট আমেরিকান পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে মার্কিন মুলুকে সুখের সংসার করছেন প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্য়মে তাঁদের এক কন্যা সন্তানও হয়েছে। ফলে অক্ষয়-শাহরুখকে ঘিরে প্রিয়াঙ্কার জীবনের রটনাগুলি এখন অতীত।

Next Article