মহানায়িকা সুচিত্রার কন্যা মুনমুনের বিয়েতে এই দায়িত্বে ছিলেন উত্তম

TV9 Bangla | Edited By: Sneha Sengupta

Aug 14, 2024 | 6:55 AM

Moonmoona Marriage: কেবল উপস্থিত থাকা নয়, মুনমুনের বিয়েতে নাকি কিছু দায়িত্বও পালন করেছিলেন উত্তমকুমার। মুনমুন তাঁর নায়িকা সুচিত্রার এক মাত্র কন্যা। সেই কন্যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সুচিত্রা। মেয়ের বিয়েটাও ঠিক করেছিলেন রাজপরিবারেই। অনেকে আবার বলেন, উত্তম নাকি মুনমুনের বিয়েতেই যাননি। আসল সত্যিটা কি?

মহানায়িকা সুচিত্রার কন্যা মুনমুনের বিয়েতে এই দায়িত্বে ছিলেন উত্তম
মুনমুনের বিয়েতে কী করছিলেন উত্তম?

Follow Us

ত্রিপুরার রাজ-পরিবারে মেয়ে মুনমুন সেনের বিয়ের সম্বন্ধ করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। বিয়ে ঠিক করেছিলেন রাজ পরিবারের রাজপুত্র ভরত দেব বর্মার সঙ্গে। সেই বিয়েটাকে কেন্দ্র করে প্রচুর কৌতূহল তৈরি হয়েছিল দর্শকের মনে। বিয়েতে কি যাবেন উত্তমকুমার? তাঁকে দেখা যাবে কোন ভূমিকায়, তা জানার জন্য আগ্রহী ছিলেন উত্তম-সুচিত্রা অগুনতি অনুরাগী। জানেন মুনমুন সেনের বিয়েতে ঠিক কোন ভূমিকা পালন করেছিলেন উত্তম?

টলিপাড়ার শিল্পীদের জন্য শিল্পী সংসদ তৈরি করেছিলেন উত্তমকুমার। সেই শিল্পী সংসদ দুস্থ শিল্পী এবং কলাকুশলীদের পাশে থেকে কাজ করতেন। সেই সংসদ এখনও আছে। দেখভাল করেন সাধনবাবু। তিনি ছিলেন উত্তমকুমারের ছায়াসঙ্গী। এই সাধনবাবুই TV9 বাংলাকে জানিয়েছিলেন, সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের বিয়েতে হাজির হয়েছিলেন উত্তমকুমার। এবং তাঁকে সেখানে অতিথিদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল। মুনমুন হলেন উত্তমের নায়িকা সুচিত্রার একমাত্র কন্যা। সেই কন্যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সুচিত্রা। মেয়ের বিয়েটাও ঠিক করেছিলেন রাজপরিবারেই।

মেয়ের বিয়েতে গোটা টলিউডকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুচিত্রা। অনেককে আবার এটা বলতেও শোনা গিয়েছিল, মুনমুনের বিয়েতে নাকি সুচিত্রার সঙ্গে বাসরে ডুয়েট গানও গেয়েছিলেন উত্তম। তবে এ কেবলই শোনা কথা। আরও এক ব্যক্তিকে মুনমুনের বিয়েতে দায়িত্ব পালন করতে দেখা যায়। তিনিও রাজপরিবারের রাজরানী গায়েত্রীদেবী। অসামান্য সৌন্দর্যের অধিকারিনী গায়েত্রীদেবী সম্পর্কে ছিলেন মুনমুনের মাসি শাশুড়ি। তিনি সারাটাক্ষণই ছিলেন সুচিত্রার পাশে। সুচিত্রার সঙ্গে নানা দায়িত্ব পালন করেছিলেন তিনি। চাঁদের হাট বসেছিল সেই বিয়ের আসরে। কলকাতাতেই আয়োজিত হয়েছিল মুনমুনের বিয়ের।

Next Article