বয়স যখন ১৮, প্রযোজক করণের সামেন গিয়ে কী অভিজ্ঞতা হয় দিশার?

Disha-Karan: সেই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দিশা পাটানিকে। সেখানেই তিনি করণ জোহর প্রসঙ্গে মুখ খোলেন। জানান তাঁর ব্যক্তি জীবনের অভিজ্ঞতা। 

বয়স যখন ১৮, প্রযোজক করণের সামেন গিয়ে কী অভিজ্ঞতা হয় দিশার?

Sep 30, 2024 | 10:41 PM

করণ জোহর মানেই বলিউডের অন্দরমহলে একশ্রেণির মুখে কটাক্ষের ঝড়। বহিরাগতদের নাকি সেভাবে জায়গা করে দেন না তিনি। তাঁর নামে এমনই বদনাম বহুদিনের। যদিও তাতে খুব একটা গা করেন না বলিউডের দাপুটে প্রযোজক তথা পরিচালক করণ জোহর। নেপোটিজ়ম নিয়ে বারবার তোপের শিকার হওয়া করণের পক্ষে এবার মুখ খুললেন দিশা পাটানি। তিনি বহিরাগত। কিন্তু তাঁকেও নাকি বলিউডের অন্দরমহলে পা রাখার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

কারণ সিদ্ধার্থ মালহোত্রার ছবি যোদ্ধার ট্রেলার লঞ্চে ছিল বলিউড সেলেবদের ঢল। সেই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দিশা পাটানিকে। সেখানেই তিনি করণ জোহর প্রসঙ্গে মুখ খোলেন। জানান তাঁর ব্যক্তি জীবনের অভিজ্ঞতা।

যোদ্ধা ছবির অভিনেত্রী দিশা করণ জোহর প্রসঙ্গে জানিয়েছিলেন, আমি যদি আজ অভিনেত্রী হয়ে থাকি, তবে সেটা করণ জোহরের জন্যই। কারণ তিনিই প্রথম আমায় খুঁজে বার করেছিলেন। আমি তখন মডেলিং করতাম। আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমার মনে হয়, আমি হয়তো এখানে থাকতাম না, যদি না তিনি সেদিন আমায় নজর করতেন। তাই মানুষ যখন অনেক কিছুই বলেন, আমি ভাবি আমিও তো একজন বহিরাগত। আমার মনে হয় এটা আমার জন্য একটা বড় সুযোগ, যেটা উনি আমায় দিয়েছেন। এই সময় দিশা পাটানিকে থামিয়ে, সিদ্ধার্থ মালহোত্রা বলে ওঠেন– কী বলছো দিশা, আমিও তো। স্টুডেন্ট অব দ্য ইয়ার, করণ জোহরের ঝুলিতে অন্যতম হিট ছবি, যা তিন স্টারের জন্ম দিয়েছিল।