
দাদাগিরিতে একবার নয়, আগেও অনেকবার গিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রণিতা দাস। সম্প্রতি ফের সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মুখোমুখি হয়েছিলেন রণিতা। এবং দেখা হতেই আবেগে ভেসেছেন তারকা অভিনেত্রী। সৌরভের সঙ্গে ছবি পোস্ট করে নিজের মনের কথা ব্যক্ত করেছেন তিনি।
সপ্তাহান্তে টিভির পর্দায় সম্প্রচারিত হয় সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’। প্রায়ই তারকাদের আমন্ত্রণ জানানো হয় সেই শোতে। সৌরভের সঙ্গে খেলেন তাঁরা। প্রত্যেক তারকার অতিথিই ‘দাদা’র অন্ধ ভক্ত। ব্যতিক্রম নন রণিতাও। অনেকবারই ‘দাদাগিরি’তে গিয়েছেন তিনি। এবারও গিয়েছিলেন। এবং গিয়েই সৌরভের সঙ্গে কিছু ভাল মুহূর্ত কাটিয়েছেন তিনি।
সৌরভের সঙ্গে ছবি পোস্ট করেছেন রণিতা। এবং সেই ছবি তাঁর সামাজিক মাধ্যমে আপলোড করে ক্যাপশনে লিখেছিলেন, “যতবারই তোমার সঙ্গে দেখা হয়, এই জাদু অনুভব করি আমি। তুমি আমাকে অনুপ্রাণিত করো। তোমার ইতিবাচকতা আমাকে সমৃদ্ধ করে। তোমার সঙ্গে ফের দেখা হওয়া সৌভাগ্যের বিষয়।”