ভুল বোঝাবুঝি চরমে! মিমির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েও কেন ব্যর্থ নুসরত? 

Jan 18, 2024 | 4:38 PM

যদিও এই একটি ঘটনা খারাপ লাগার কারণ হতে পারে না। শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নুসরতের 'বিয়ে-বিয়ে না' বিতর্ক, যশের সঙ্গে প্রেম, হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই নাকি দু'জনের বন্ধুত্বে চিড় ধরে।

ভুল বোঝাবুঝি চরমে! মিমির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েও কেন ব্যর্থ নুসরত? 
নুসরত-মিমি।

Follow Us

‘বোনুয়া’রা আর বোনুয়া নেই, বিগত বেশ কিছু বছর ধরেই টলিউডের ‘ওপেন সিক্রেট’। না, কথা বলা বন্ধ হয়নি ঠিকই, তবে দু’জনের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। কথা হচ্ছে টলিউডের দুই সুন্দরী সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। ভালবেসে যারা একে অপরকে বোনুয়া বলে ডাকতেন, একই পেশা হওয়া সত্ত্বেও দু’জনে আক্ষরিক অর্থেই ছিলেন নিজের বোনের মতো কী এমন ঘটে গেল আজ দু’জনের আলাদা দু’টি পথ? টলিপাড়ায় এই নিয়ে আলোচনার শেষ নেই। সম্পর্ক যে খারাপ হয়েছে এই নিয়ে কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নুসরত জাহান, জানিয়েছেন ব্যক্তিগত কিছু কারণেই আগের মতো নেই তাঁদের সম্পর্ক। কিছু মাস আগেই নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন যশ ও নুসরত। শোনা যায়, প্রযোজনা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে মিমিকে নাকি আমন্ত্রণ জানাননি নুসরত-যশ। তা নিয়েই নাকি খারাপ লাগা তৈরি হয় মিমির। যদিও নুসরতের বক্তব্য মিমিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মিমিই আসেননি।

যদিও এই একটি ঘটনা খারাপ লাগার কারণ হতে পারে না। শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নুসরতের ‘বিয়ে-বিয়ে না’ বিতর্ক, যশের সঙ্গে প্রেম, হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই নাকি দু’জনের বন্ধুত্বে চিড় ধরে। খেয়াল করলে দেখা যাবে, নুসরত যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন কিন্তু মিমিকে দেখা যায়নি আশেপাশে। বরং সে সময় নুসরতের কাছের মানুষ হয়ে উঠেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রীরা। তাঁদের তৎকালীন প্রেমিক যশ ও নুসরতের ‘গেট টুগেদার’সেই ভাইরাল ছবি নিয়েও তো কম চর্চা হয়নি।

কিছু দিন আগেই বলিউড ডেবিউ করেছিলেন যশ। ‘ইয়ারিয়ান’ ছবির জন্য মিমিও দেন অডিশন। যদিও তিনি সুযোগ পাননি। সেই কথাও যশ নিজেই সংবাদমাধ্যমকে বলেছিলেন। যদিও নুসরত যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও পাশে চান মিমিকে। তাঁর দাবি, বেশ কয়েকবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েও সাড়া পাননি। ওদিকে মিমির সাফ বক্তব্য, কাছের মানুষদের বিশ্বাস করে ঠকেছেন তিনি। দু’জনের এই মন কষাকাষি শেষ কোথায়? উত্তর দেবে সময়।

Next Article