
কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার এই মুহুর্তে বাংলা ইন্ডাস্ট্রির খবরের শিরোনামে রয়েছেন। আগামী মে মাসেই তাঁর বাংলা ছবি ‘আমার বস’ মুক্তি পেতে চলেছে। এখনও পর্যন্ত ‘আমার বস’ ছবির শুটিং-এর বেশকিছু ঝলক স্যোশাল মিডিয়ায় ভাইরাল। বহু বছর পর আবার বাংলা ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন রাখি গুলজার। তাতেই খুশি ‘আমার বস’ ছবির পরিচালক দ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্প্রতি এই ছবির প্রচারে কলকাতা আসতে চলেছেন রাখি গুলজার।
তবে তাঁর এক অদ্ভুত ভয়ের কথা জানিয়েছেন আর এক কিংবদন্তি পরিচালক প্রভাত রায়। পরিচালক তাঁর বই ‘ক্ল্যাপস্টিক’ এ লিখেছেন রাখির সেই ভয়ের কথা। প্রভাত রায়ের ভাষায়, “সেই সময় ‘অনুসন্ধান ‘ ছবির শ্যুট চলছিল। মুম্বই থেকে রাখিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসার দায়িত্ব আমার। সঙ্গে ছিলেন রাখির ভাই ও ওঁর মেকআপ ম্যান। কথা ছিল কলকাতায় একদিন থেকে পরের দিন দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা দেবেন অভিনেত্রী। কারণ দার্জিলিং-এ শ্যুট-এর আগে কলকাতায় থাকতে চেয়েছিলেন নায়িকা। সেই মতোই ব্যবস্থা করা হয়েছিল। এবার মুম্বই এয়ারপোর্ট আসা পর্যন্ত সঠিক ছিল, তবে প্লেন উড়তে শুরু করলেই দেখলাম রাখি কাঁদছেন। আমি বিচলিত হয়ে রাখির মেকআপ ম্যানকে প্রশ্ন করলাম, হঠাৎ কী হল? এই তো রাখি ভালই ছিল। তখন রাখি গুলজারের মেকআপ ম্যান খোলসা করলেন, যে রাখি প্লেনে চাপতে ভয় পান, এর মধ্যে বহুবার প্লেনে উঠলেও ভয়টা কাটিয়ে উঠতে পারেননি। প্রায় গোটা রাস্তাটা রাখিকে কাঁদতেই দেখেছিলাম, এতটাই ভয় পেতেন। প্লেন ল্যান্ড করার পর রাখির মুখে হাসি দেখে ছিলাম।”
‘ক্ল্যাপস্টিক’ বইটি যখন লেখা চলছে, সেই সময় কলকাতায় রাখি গুলজার ছিলেন নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’ ছবির শ্যুটিং এর জন্য। সেই সময় তাঁর সঙ্গে দেখা করতে যান প্রভাত রায়। পরিচালক তাঁর বইতে আরও লেখেন, “এতদিন পর রাখির সঙ্গে দেখা করে বুঝলাম তিনি একটুও বদলাননি। তেমনই হাসিখুশি রয়েছেন। “