৫৭ বছরে দ্বিতীয় বিয়ে করছেন সলমনের ভাই, পাত্রীর বয়স কত ধারণা আছে?

Salman Khan Family: আজই বিয়ে করছেন আরবাজ খান। আজ অর্থাৎ রবিবার কাউকে আগাম কিছু না জানিয়েই বোন অর্পিতা শর্মার বাড়িতেই চুপিসারে শুভকাজ সেরে ফেলছেন তিনি। এই মুহূর্তে মুম্বইয়ে সংঘটিত হচ্ছে তাঁর বিয়ের অনুষ্ঠান। পাত্রী সুরাহ খান, একজন মেকআপ আর্টিস্ট।

৫৭ বছরে দ্বিতীয় বিয়ে করছেন সলমনের ভাই, পাত্রীর বয়স কত ধারণা আছে?
পাত্রীর বয়স কত ধারণা আছে?

Dec 24, 2023 | 6:46 PM

 

আজই বিয়ে করছেন আরবাজ খান। আজ অর্থাৎ রবিবার কাউকে আগাম কিছু না জানিয়েই বোন অর্পিতা শর্মার বাড়িতেই চুপিসারে শুভকাজ সেরে ফেলছেন তিনি। এই মুহূর্তে মুম্বইয়ে সংঘটিত হচ্ছে তাঁর বিয়ের অনুষ্ঠান। পাত্রী সুরাহ খান, একজন মেকআপ আর্টিস্ট। প্রাক্তন প্রেমিকা জর্জিয়া ও আরবাজের বয়সের ফারাক ছিল বিস্তর। প্রায় ২৩ বছরের ছোট ছিলেন জর্জিয়া। আর এখন? দ্বিতীয় স্ত্রী সুরাহ খান ও আরবাজের বয়সের ফারাক কত? এই মুহূর্তে আরবাজের বয়স ৫৭ বছর। ওদিকে সুরাহর বয়স ৪১ বছর। দু’জনের বয়সের ফারাক প্রায় ১৫/১৬ বছরের। ইতিমধ্যেই বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন সুরাহ। সে ভিডিয়োও সামনে এসেছে। হাজির হয়েছেন বলিউডের কতিপয় কিছু চেনা মুখও। দেখা মিলেছে সলমন খানেরও। সব মিলিয়ে জমজমাট বিয়েবাড়ি। লোক কম, ক্ষতি কী? নিজেদের মতো করে বিশেষ দিন উদযাপন করছেন ওঁরা।

আরবাজের জীবনের বিভিন্ন সময়ে এসেছে নানা নারী। এই যেমন ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকার সঙ্গে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। যদিও প্রাক্তনদের সঙ্গে তিক্ততা নেই তাঁর। সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। পিছিয়ে নেই আরবাজও।