তাঁর বুকে মাথা রেখেই শান্তি, এই ব্যক্তি সায়ন্তিকার কে হন জানেন?

Jun 16, 2024 | 7:57 PM

Sayantika Banerjee: ছবির ওই ভদ্রলোকের নাম গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সায়ন্তিকার যে আত্মিক যোগ রয়েছে তা নয়, রয়েছে রক্তেরও বন্ধন।

তাঁর বুকে মাথা রেখেই শান্তি, এই ব্যক্তি সায়ন্তিকার কে হন জানেন?
এই ব্যক্তি সায়ন্তিকার কে হন জানেন?

Follow Us

বরাহনগর থেকে জিতেই সবার আগে তাঁকেই জড়িয়ে ধরেছিলেন নতুন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সজল ঘোষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন মরণ-বাঁচন ফাইট চলছে তখন তিনিই ছিলেন পাশে। আর জিৎ হাসিল করতেই সবুজ মাখিয়ে তাঁর কাঁধেই মাথা রেখে ফেলেছিলেন স্বস্তির নিঃশ্বাস। ছবিতে যে ব্যক্তিকে দেখছেন তিনি সায়ন্তিকা কী হন জানেন? চমকে যেতেই পারেন। মন বলে উঠতেই পারে, ‘কী করে হতে পারে?’।

ছবির ওই ভদ্রলোকের নাম গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সায়ন্তিকার যে আত্মিক যোগ রয়েছে তা নয়, রয়েছে রক্তেরও বন্ধন। ওই ব্যক্তি আর কেউ নন, তাঁর বাবা। আজ পিতৃদিবসে বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা। লিখেছেন, “বাবা। সঙ্গে ভালবাসার ইমোজি”। তবে সায়ন্তিকা-ভক্তরা হতবাক! অনেকে বিশ্বাসই করতে চাননি উনি তাঁর বাবা! লিখেছেন, “কী বলছেন দিদি? ইনি আপনার বাবা!দেখে তো বিশ্বাসই হচ্ছে না। উনি তো এভারগ্রীন।” হবে নাই বা কেন? পুলিশের উচ্চপদস্থ কর্মী ছিলেন সায়ন্তিকার বাবা। ফিটনেস নিয়ে বরাবরই সচেতন তিনি। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ফিটনেস নিয়ে লিখতে দেখা যায় তাঁকে। সেই মানুষ যে নিজেকে চিরনবীন রাখবেন সেটাই তো স্বাভাবিক।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিততে পারেননি সায়ন্তিকা। তবে ২০২৪-এ এসে বদলে গিয়েছে সব কিছু। বরাহনগর থেকে উপনির্বাচনে দাঁড়িয়ে সজল ঘোষের মতো দুঁদে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত সায়ন্তিকা। ভাল ভাল কাজ কর‍তে চান– এমনই অঙ্গীকার তাঁর।

Next Article