৮৭ বছরে পা সাবিত্রীর, জন্মদিনে কেন কারও সঙ্গে দেখা করছেন না কিংবদন্তি?

Sabitri Chattopadhyay Birthday: সাবিত্রীর জন্মদিনে TV9 বাংলা যোগাযোগ করে তাঁর সঙ্গে। সাবিত্রী জানিয়েছেন, "বিগত দেড় মাস ধরে আমার শরীর এক্কেবারে ভাল নেই। খুব অসুস্থ আমি। সর্দি-কাশি-জ্বর-শ্বাসের সমস্যা হচ্ছে। নেবুলাইজ়ার নিচ্ছি। আজ তাই কিছুই হচ্ছে না আমার বাড়িতে। কারও সঙ্গে দেখাও করছি না আমি।"

৮৭ বছরে পা সাবিত্রীর, জন্মদিনে কেন কারও সঙ্গে দেখা করছেন না কিংবদন্তি?
সাবিত্রী চট্টোপাধ্যায়।

|

Feb 21, 2024 | 1:01 PM

আজ তাঁর নিউ আলিপুরের বাড়িটায় পায়েস তৈরি হবে। দুপুরে খেতে বসার আগে পায়েসে চুমুক দেবেন কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়। ভাষা দিবসের দিনে জন্ম সাবিত্রীর। ১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁর। ৮৭ বছর বয়সে পা দিলেন তিনি।

সাবিত্রীর জন্মদিনে TV9 বাংলা যোগাযোগ করে তাঁর সঙ্গে। সাবিত্রী জানিয়েছেন, “বিগত দেড় মাস ধরে আমার শরীর এক্কেবারে ভাল নেই। খুব অসুস্থ আমি। সর্দি-কাশি-জ্বর-শ্বাসের সমস্যা হচ্ছে। নেবুলাইজ়ার নিচ্ছি। আজ তাই কিছুই হচ্ছে না আমার বাড়িতে। কারও সঙ্গে দেখাও করছি না আমি।”

অখণ্ড ভারতে জন্ম সাবিত্রী চট্টোপাধ্যায়ের। কুমিল্লার (এখন বাংলাদেশে ) উচ্চবিত্ত পরিবারে জন্ম। দেশভাগের পর এপারে চলে আসেন বাবা-মা এবং ১০ বোনের সঙ্গে। নতুন জায়গায় এসে বাবার একার পক্ষে অতবড় সংসার চালানো সম্ভব ছিল না। সেই ফ্রক পড়া বয়স থেকেই বাংলা ছবির জগতে পা রেখেছিলেন সাবিত্রী। প্রথম ছবি ‘পাশের বাড়ি’। সেই সময় দাঁড়িয়ে পারিশ্রমিক পেয়েছিলেন ২০০ টাকা। ধীরে-ধীরে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাবিত্রী। হয়ে ওঠেন কিংদন্তি। এই বয়সেও তাঁর অভিনয়ের ধার কমেনি একচুলও। বঙ্গভূষণ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। TV9 বাংলাকে অমায়িক কণ্ঠে বললেন, “খুব ভাল লাগল যে আপনারা আমার জন্মদিনে খোঁজ নিলেন আমার”।