AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য-অভিষেকের সংসার বাঁচাতে কী করেছিলেন কাজল?

Bachchan Family: কখনও শোনা যাচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে নাকি থাকছেন না ঐশ্বর্য। তবে জানেন কি একবার করণ জোহার প্রশ্ন করেছিলেন কাজলকে ঐশ্বর্য ও অভিষেককে বিয়ে বাঁচানোর জন্য কী টিপস দিতে চান তিনি?

ঐশ্বর্য-অভিষেকের সংসার বাঁচাতে কী করেছিলেন কাজল?
| Updated on: Mar 07, 2025 | 4:45 PM
Share

বেশ কয়েকদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। কারণ একটাই, বিবাহ বিচ্ছেদের জল্পনা। একের পর এক ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। তবে একাধিকবার সামনে উঠে আসতে দেখা য়ায় অন্যছবি। কখনও সামনে আসে তাঁদের একসঙ্গে অম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি, কখনও আবার সামনে উঠে আসতে দেখা যায়, তাঁদের একসঙ্গে কথা বলার, সুসম্পর্ক ধরে রাখার ছবি। যদিও তাঁদের অন্দরমহলের সমীকরণ কী, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন বর্তমান। একাধিক জল্পনায় বারবার এই জুটি চর্চায় কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন। কখনও শোনা যাচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে নাকি থাকছেন না ঐশ্বর্য। তবে জানেন কি একবার করণ জোহার প্রশ্ন করেছিলেন কাজলকে ঐশ্বর্য ও অভিষেককে বিয়ে বাঁচানোর জন্য কী টিপস দিতে চান তিনি?

কফি উইথ করণ শোয়ে করণ জোহরের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান ও কাজল। তখনও কাজলকে করণ জোহর প্রশ্ন করেছিলেন, যে অভিষেক ও ঐশ্বর্যের বিয়ে বাঁচাতে কী উপদেশ দিতে চান তিনি। কাজল বিন্দু মাত্র না ভেবে উত্তর দিয়েছিলেন কাভি আলভিদা না কহেনা ছবি না দেখতে। অভিষেক বচ্চন, শাহরুখ খান অভিনীত এই ছবি একটা সময় ঝড় তুলেছিল দর্শক মহলে। করণ জোহরের সব থেকে সাহসী পদক্ষেপ ছিল। যে গল্প নিয়ে বহু লেখালেখি হয়েছিল। যদিও ছবির চরিত্র নিয়ে বারবার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল সকলকে।

প্রথম থেকে এই জুটিকে নিয়ে ভক্তমনে কৌতুহলের পারদ তুঙ্গে। যদিও সম্পর্ক ভাঙনের জল্পনায় মুখে কপলুপই এঁটেছেন তাঁরা। ফলে এখনও অস্পষ্ট বচ্চন পরিবারের অন্দরমহলের সমীকরণ।