কেন সাইন করলেন ঋভু দাশগুপ্তর ছবিতে? জানালেন খোদ পরিণীতি

হলিউড ছবিতে এমিলি ব্লান্টের অভিনীত চরিত্রে, অভিনয় করছেন পরিণীতি। তাঁর চরিত্রে নাম মীরা। মীরা মদ্যপ,  বিবাহ বিচ্ছেদ হয়েছে। এক নিখোঁজ ব্যক্তির তদন্তে জড়িয়ে পড়ে মীরা এবং এক গভীর রহস্যের উদঘাটন করে।

কেন সাইন করলেন ঋভু দাশগুপ্তর ছবিতে? জানালেন খোদ পরিণীতি
ক্যামেরার সামনে আসার আগে পরিণীতি চোপড়ার এক দীর্ঘ যাত্রা ছিল। ১৭ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসায়, ফিন্যান্স ও অর্থনীতি নিয়ে ট্রিপল অনার্স ডিগ্রি অর্জন করেছিলেন। পরে তিনি ক্যাটারিং বিভাগের টিম লিডার হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে কাজ করতে যান। তার পরে, তিনি যশ রাজ ফিল্মসের বিপণন বিভাগের সঙ্গে জনসংযোগ পরামর্শক হিসাবে চাকরি করেন। শেষে একই প্রযোজনা সংস্থার ছবি ‘লেডিজ ভার্সেস রিকি বেহেল’ (২০১১) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2021 | 1:54 PM

বলিউড অভিনেত্রী পরিণীতি জানালেন কারণ, কেন তিনি সাইন করলেন ঋভু দাশগুপ্তর ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ। কী বললেন পরিণীতি?

পরিণীতি বললেন শুধুমাত্র একটি গানের জন্য তিনি সাইন করেছেন এই ছবিতে। গানটির নাম ‘ছল গয়া ছল্লা’। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং।

 

আরও পড়ুন  জঙ্গল সাফারিতে আয়ুষ্মান খুরানা, পাশে স্ত্রী, পুত্র ও কন্যা

 

টুইটারে পরিণীতি লেখেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার মনে হয় একটি গানের জন্য, আমি এই ছবিটি করছি। দু’দিন ধরে আমার চোখে জল ছিল। শুটের পর আমার একদিন ছুটির দরকার হয়েছিল। আমি ক্লান্ত ছিলাম কিন্তু ভীষণ খুশিও হয়েছিলাম।’

 

 

পরিচালক ঋভু দাশগুপ্তকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনকে ক্যামেরাবন্দী করার জন্য ধন্যবাদ, ঋভু’

তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে মুখ খোলেন পরিণীতি। তিনি বলেন, ‘আমি আমার রক্ত, ঘাম, চোখের জল এবং আমার জীবনের অন্তর্নিহিত বেদনাদায়ক স্মৃতিগুলিতে জড়ো করেছি। আমি জানি না কতবার আমি সেটে ভেঙে পড়েছিলাম। আমি আমার সেই সব স্মৃতিগুলো জাগিয়ে তুলছিলাম যেগুলো আমি উদ্দেশ্যমূলকভাবে আমার মন এবং হৃদয়ের গভীরে কবর দিয়েছিলাম এক সময়ে।

 

 

পরিণীতির এই নতুন ছবি এখন ‘টক অফ দ্য টাউন’। টিজার প্রকাশ পেতে তুমুল সাড়া ফেলেছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ২০১৬ সালে একই নামে রিলিজ হয়েছিল এক হলিউড ছবি। এমিলি ব্লান্ট ছিলেন মুখ্য চরিত্রে। টেট টেলর পরিচালিত সেই ছবির হিন্দি রিমেকের পরিচালনার দায়িত্ব নিয়েছেন বঙ্গ সন্তান ঋভু দাশগুপ্ত। ছবিতে রয়েছেন পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি। ব্রিটিশ লেখক পওলা হকিন্সের টানটান থ্রিলার বই ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। সেই বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে একের পর এক ছবি।

 

 

হলিউড ছবিতে এমিলি ব্লান্টের অভিনীত চরিত্রে, অভিনয় করছেন পরিণীতি। তাঁর চরিত্রে নাম মীরা। মীরা মদ্যপ,  বিবাহ বিচ্ছেদ হয়েছে। এক নিখোঁজ ব্যক্তির তদন্তে জড়িয়ে পড়ে মীরা এবং এক গভীর রহস্যের উদঘাটন করে।