জঙ্গল সাফারিতে আয়ুষ্মান খুরানা, পাশে স্ত্রী, পুত্র ও কন্যা

'আর্টিকেল ১৫'-এর পর আবার একসঙ্গে ‘অনেক’ ছবিতে একসঙ্গে কাজ করবেন অনুভব-আয়ুষ্মান। বাণিজ্যিকভাবে দারুণ সফল হয় সেই ছবি। সামাজিক বর্ণ বিভাজনের ব্যবস্থা নিয়ে নির্মিত হয় 'আর্টিকেল ১৫'।

জঙ্গল সাফারিতে আয়ুষ্মান খুরানা, পাশে স্ত্রী, পুত্র ও কন্যা
সপরিবারে...
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2021 | 12:44 PM

আসামে শুটিং করছেন আয়ুষ্মান খুরানা। অনুভব সিনহার ছবি ‘অনেক’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। কিছুদিন আগে আয়ুষ্মান নিজেই ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন।

মুখ ভর্তি দাড়ি। ছোট করে কাটা চুলে এক নতুন হেয়ারস্টাইল। শ্যাওলা রঙের জিনসের জ্যাকেট পরনে আর  তার নীচে ব্ল্যাক টিশার্ট। হুডখোলা জিপে বসে আছেন ‘জোশুয়া’। দেখে যা প্রথম চোখে পড়বেই তা হল জোশুয়ার ডান ভ্রুর কিছুটা অংশ কামিয়ে ফেলেছেন তিনি।

আরও পড়ুন রণজয় বিষ্ণু বিচুটি পাতা দিয়ে প্রোপোজ করেন সোহিনীকে! জেনে নিন বাকি সেলেবদের প্রোপোজ স্টোরি

ছবির শুটিংয়ের ফাঁকেই স্ত্রী, পুত্র এবং কন্যাকে নিয়ে জঙ্গল সাফারি সারলেন আয়ুষ্মান। পোস্ট করলেন সেই ছবিও। কাজিরাঙা ন্যাশনাল পার্কে দারুণভাবে সময় কাটালেন স্ত্রী তাহিরা। পুত্র বিরাজবীর ও কন্যা ভারুষ্কা খুরানার সঙ্গে ছহি পোস্ট করলেন আয়ুষ্মান। ক্যাপশানে লিখলেন, ‘জিপসিস অফ কাজিরাঙ্গা। ফেব্রুয়ারি ২০২১’। পারিবারিক সেই ছবিতে সাড়ে ছ’লাখের ওপরে উঠে গিয়েছে লাইকসের সংখ্যা!

‘আর্টিকেল ১৫’-এর পর আবার একসঙ্গে ‘অনেক’ ছবিতে একসঙ্গে কাজ করবেন অনুভব-আয়ুষ্মান। বাণিজ্যিকভাবে দারুণ সফল হয় সেই ছবি। সামাজিক বর্ণ বিভাজনের ব্যবস্থা নিয়ে নির্মিত হয় ‘আর্টিকেল ১৫’। আয়ুষ্মানকে শেষ দেখা গিয়েছিল ‘গুলাবো সিতাবো’-তে। কোভিড-১৯ প্যান্ডেমিকের কারণে ছবি রিলিজ করে ওটিটিতে। আয়ুষ্মানের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।