‘আমি চাইনি আমাদের সন্তান…’, শ্রীময়ীকে কী অনুরোধ করেছিলেন কাঞ্চন

Nov 04, 2024 | 12:18 PM

Kanchan-Sreemoyee: সকালেই কাঞ্চনকে এ নিয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি যদিও অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, এ কথা সত্য নয়। তবে রাত গভীর হতেই সুখবরটা দিয়েই দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন। জানিয়েছিলেন মাত্র কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছেন তাঁদের সন্তান কৃষভি।

আমি চাইনি আমাদের সন্তান..., শ্রীময়ীকে কী অনুরোধ করেছিলেন কাঞ্চন

Follow Us

দীপাবলিতে পরিবারে খেলে গেল আলো। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের কোল আলো করে এসেছে কন্যা। সকলকে সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন জুটি। সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল কালীপুজোর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই। অনেকেই লক্ষ্য করেছিলেন শ্রীময়ীর শাড়িতে ঢাকা বেবিবাম্প। যদিও এই নিয়ে টু শব্দটি করেননি তাঁরা। তবে কালীপুজোয় ছবি দিতেই তা যেন খানিক স্পষ্ট হয়ে যায়। টিভিনাইন বাংলা এ দিন সকালেই কাঞ্চনকে এ নিয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি যদিও অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, এ কথা সত্য নয়। তবে রাত গভীর হতেই সুখবরটা দিয়েই দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন। জানিয়েছিলেন মাত্র কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছেন তাঁদের সন্তান কৃষভি।

তবে এবার TV9 বাংলা-কে এ কী বললেন শ্রীময়ী? বর্তমানে তিনি হাসপাতালে। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করা হলে, শ্রীময়ী এক অন্য আবেগের কথা শেয়ার করে নিলেন। জীবনে প্রথম মা হওয়া। তাই অধিকাংশের মতো তিনিও প্রেগনেন্সি ফোটোশুট করিয়েছিলেন। তবে তা প্রকাশ্যে আনেননি, কারণ তা চাননি কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কথায়, কাঞ্চন তাঁকে বলেছিল, ‘আমাদের আমাদের সম্পর্ককে অনেক কটাক্ষ করা হয়েছে, আমি চাই না আমাদের সন্তান আসার আগেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যাক’।

কাঞ্চনের সেই অনুরোধ রেখেছিলেন শ্রীময়ী। তবে এখন আর বাধা নেই। সেই ছবি শেয়ার করে নিতে রাজি জুটি। তবে কবে তা সামনে আসে তা দেখার অপেক্ষা। প্রসঙ্গত, শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক প্রথম থেকেই বেশ চর্চিত। তাঁদের নিয়ে কম জলঘোলা হয় না। এরই মাঝে সন্তান আসার খবর ছড়িয়ে গেলে, তা নিয়ে যে সমস্যা হতে পারে, সেই আঁচ পেতেই শ্রীময়ীকে এমনটা অনুরোধ করেছিলেন তিনি। যা অক্ষরে-অক্ষরে পালন করেন শ্রীময়ী।

 

Next Article