ঋতুপর্ণা সেন। সম্প্রতি একটি বাংলা ধারাবাহিকে বিধবা মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিয়ালের নাম ‘ডায়মন্ড রানি জ়িন্দাবাদ’। চরিত্রের নাম শালিনী। পর্দায় ‘শয়তানি’ করতে দেখা যাবে তাঁকে। অনেক ছোটবেলা থেকে অভিনয় করছেন ঋতুপর্ণা। তাঁর অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘গান্ডু: দ্য লুজ়ার’, ‘কসমিক সেক্স’-এর মতো বহু ছবি। তাতে ছিল অভিনেত্রীর ফ্রন্টাল নিউডিটিও। এমন একাধিক দৃশ্যে অভিনয় করার পরও দেশ-বিদেশে সমাদৃত হয়েছেন ঋ (এই নামেও অভিনেত্রী পরিচিত)। তবে তাঁর সিনেমাপ্রেমী মা মেয়ের সেই ছবিগুলি দেখেননি। অভিনেত্রী প্রণাম করার কায়দায় মাথায় হাত ঠুকে বলেছিলেন, “আমার মা সিনগুলো দেখেননি। এর কারণ তাঁর আমার মায়ের কাছে সিনেমা মানে চিরকালই ছিল বিগ স্ক্রিন। আর এই ছবিগুলো তো সিনেমা হলে রিলিজ়ই করেনি।”
আর ঋয়ের পাড়ার লোকজন? তাঁরা কী বলেন? টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে আড্ডা দিতে বসে ঋ বলেছেন, “আমার পাড়ার কাছে এখনও পর্যন্ত আমি বাচ্চা মেয়ে। ওরা বলে ওই যে ওই বাড়ির বাচ্চা মেয়েটা অভিনয় করে।” বিরাট অট্টালিকায় থাকেন না ঋ। বিয়ে করেননি। একাকী সুখের সংসার তাঁর। গাড়ি নেই। অটো-রিকশাই তাঁর যাতায়াতের প্রিয় যানবাহন। বলেছেন, “আমি জানি ওই লোকগুলো আমার সিনেমা দেখেছেন। ওই দৃশ্যগুলোও দেখেছেন। বিশ্বাস করুন তাঁরা খুবই কুল লোকজন।”