AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কথা বলতে পারছিলেন না! মৃত্যুর আগে কাঁপা হাতে তরুণ মজুমদার লিখেছিলেন কোন ৩ শব্দ?

Tarun Majumder: না, আজ তাঁর মৃত্যুদিন অথবা জন্মদিন কোনওটাই নয়। তবু আজ হঠাৎ করেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন ওই তিনটি শব্দ। মনে করিয়ে দিয়েছেন ওই সময়ে দাঁড়িয়েও কাজ করার কী অদম্য ইচ্ছেশক্তি ছিল ওই মানুষটার মধ্যে।

কথা বলতে পারছিলেন না! মৃত্যুর আগে কাঁপা হাতে তরুণ মজুমদার লিখেছিলেন কোন ৩ শব্দ?
তরুণ মজুমদার লিখেছিলেন কোন ৩ শব্দ?
| Updated on: Jan 19, 2024 | 7:57 PM
Share

সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবির কথা মনে আছে? যে ছবিতে নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রকে বলেছিলেন গল্প বলেই যেতে হবে। মৃত্যুর ঠিক চার দিন আগেই এরকমই কিছু সাদা কাগজে লিখে গিয়েছিলেন পরিচালক তরুণ মজুমদার। সে সময় তাঁর কথা বলার মতো অবস্থা নেই। গলায় তখন চলছে রাইলস টিউব। এরকমই এক সময় কাগজ-পেনসিল চেয়ে নিয়েছিলেন নিজেই। তারপর হাসপাতালের বেডে শুয়ে কাঁপা কাঁপা হাতে লিখেছিলেন, “ছবি কিন্তু হবে।” ওই তাঁর শেষ লেখা। এর ঠিক চার দিন পরেই প্রয়াত হয়েছিলেন পরিচালক। তারিখটা ছিল ২০২২ সালের ৪ জুলাই। এসএসকেএম থেকে আর বাড়ি ফেরা হয়নি তাঁর।

না, আজ তাঁর মৃত্যুদিন অথবা জন্মদিন কোনওটাই নয়। তবু আজ হঠাৎ করেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন ওই তিনটি শব্দ। মনে করিয়ে দিয়েছেন ওই সময়ে দাঁড়িয়েও কাজ করার কী অদম্য ইচ্ছেশক্তি ছিল ওই মানুষটার মধ্যে। সৃজিত লিখছেন, “কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুর চারদিন আগে কিছু লিখে গিয়েছিলেন। এর কারণ তিনি কথা বলতে পারছিলেন না। তাতে লেখা ছিল ‘ছবি কিন্তু হবে।’ এটি হয়তো তাঁর অসমাপ্ত ছবি, যার প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছিলেন। এই তিনটে শব্দ আমার মতো সিনেমা বানিয়েদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।” শুধু সৃজিত নন, ওই লেখা যে সকলের জন্য অনুপ্রেরণা। তরুণ মজুমদার যে শুধু পরিচালক ছিলেন তা তো নয়, তিনি যে ছিলেন আস্ত এক প্রতিষ্ঠান।