বিবাহ বিচ্ছেদ জল্পনা, প্রমাণ দেখিয়ে সত্যি সামনে আনেন অভিষেক

Aishwarya-Abhishek: বলিউডের অন্দরমহলের মন্তব্য, তাঁরা একে অন্যের সঙ্গে থাকছেন না, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে খবর সামনে আনতে চাইছেন না। সত্যি কি তাই, নাকি পুরোটাই জল্পনা? কিছুদিন আগে অভিষেক বচ্চনের এক ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় তাঁর হাতে নেই বিয়ের আংটি।

Jan 20, 2024 | 4:30 PM

1 / 8
বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের খবর। ঘনিষ্ঠ সূত্রে খবর তাঁরা একে অন্যের সঙ্গে থাকছেন না।

বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের খবর। ঘনিষ্ঠ সূত্রে খবর তাঁরা একে অন্যের সঙ্গে থাকছেন না।

2 / 8
তবে মাঝে মধ্যে তাঁদের নানা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় একসঙ্গে। সেই নিয়েও চর্চা কম হচ্ছে না। বলিউডের অন্দরমহলের মন্তব্য, তাঁরা একে অন্যের সঙ্গে থাকছেন না, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে খবর সামনে আনতে চাইছেন না।

তবে মাঝে মধ্যে তাঁদের নানা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় একসঙ্গে। সেই নিয়েও চর্চা কম হচ্ছে না। বলিউডের অন্দরমহলের মন্তব্য, তাঁরা একে অন্যের সঙ্গে থাকছেন না, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে খবর সামনে আনতে চাইছেন না।

3 / 8
সত্যি কি তাই, নাকি পুরোটাই জল্পনা? কিছুদিন আগে অভিষেক বচ্চনের এক ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় তাঁর হাতে নেই বিয়ের আংটি। তা দেখে প্রশ্ন উঠেছিল, তাঁরা সত্যি আলাদা হচ্ছেন?

সত্যি কি তাই, নাকি পুরোটাই জল্পনা? কিছুদিন আগে অভিষেক বচ্চনের এক ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় তাঁর হাতে নেই বিয়ের আংটি। তা দেখে প্রশ্ন উঠেছিল, তাঁরা সত্যি আলাদা হচ্ছেন?

4 / 8
অভিষেক বচ্চন এবার মুখ বন্ধ করে থাকলেও, অতীতে এমনটা করেননি। একাধিকবার এই জুটির বিবাহ বিচ্ছেদের খবর সামনে উঠে আসতে দেখা গিয়েছে। কিন্তু একবার অভিষেক বচ্চন গর্বের সঙ্গে জানিয়েছিলেন, এমনটা সত্যি নয়।

অভিষেক বচ্চন এবার মুখ বন্ধ করে থাকলেও, অতীতে এমনটা করেননি। একাধিকবার এই জুটির বিবাহ বিচ্ছেদের খবর সামনে উঠে আসতে দেখা গিয়েছে। কিন্তু একবার অভিষেক বচ্চন গর্বের সঙ্গে জানিয়েছিলেন, এমনটা সত্যি নয়।

5 / 8
ক্যামেরার সামনে নিজের আঙুলে থাকা বিয়ের আংটি দেখিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, ''যতদিন এই আংটি আমার আঙুলে আছে সম্পর্ক রয়েছে''।

ক্যামেরার সামনে নিজের আঙুলে থাকা বিয়ের আংটি দেখিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, ''যতদিন এই আংটি আমার আঙুলে আছে সম্পর্ক রয়েছে''।

6 / 8
এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, আঙুলের আংটিটা তো এখনও খুলে ফেলিনি আমি। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল সবটা। থেমে গিয়েছিল সেই জল্পনা। তবে এবার মুখে কুলুপ। আঙুলে নেই সেই আংটি।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, আঙুলের আংটিটা তো এখনও খুলে ফেলিনি আমি। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল সবটা। থেমে গিয়েছিল সেই জল্পনা। তবে এবার মুখে কুলুপ। আঙুলে নেই সেই আংটি।

7 / 8
তবে কি সত্যি সম্পর্ক ভাঙল এবার? অতীতে একাধিকবার দেখা গিয়েছে, ঐশ্বর্যের যেকোনও সমস্যায় অমিতাভ বচ্চন সাধ্য মতো তাঁর পাশে থেকেছে। এবার তিনিও চুপ।

তবে কি সত্যি সম্পর্ক ভাঙল এবার? অতীতে একাধিকবার দেখা গিয়েছে, ঐশ্বর্যের যেকোনও সমস্যায় অমিতাভ বচ্চন সাধ্য মতো তাঁর পাশে থেকেছে। এবার তিনিও চুপ।

8 / 8
আর ঠিক সেই কারণেই এবার সকলেই বেজায় চিন্তায়, হঠাৎ এমন কী হল? তবে কি যা রটে তার কিছুটা বটে? সত্যি কি সম্পর্ক এসে তলানিতে ঠেকেছে, উত্তরের অপেক্ষায় সকলেই।

আর ঠিক সেই কারণেই এবার সকলেই বেজায় চিন্তায়, হঠাৎ এমন কী হল? তবে কি যা রটে তার কিছুটা বটে? সত্যি কি সম্পর্ক এসে তলানিতে ঠেকেছে, উত্তরের অপেক্ষায় সকলেই।