‘ঝুট মাত বোল’, অমিতাভের নাতিকে ‘ডেলিভারি বয়’ ভেবে এ কী করলেন নিরাপত্তারক্ষী!
এত দিন সামাজিক মাধ্যমে অগস্ত্যর কোনও অ্যাকাউন্ট ছিল না। আর সেই কারণেই তাঁকে কেউ চিনতেন না বলেউ জানিয়েছেন অগস্ত্য। যদিও এখন সময় বদলেছে। সম্প্রতি বলিউডে ডেবিউ হয়েছে তাঁর। '

অগস্ত্য নন্দাকে চেনেন? অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি তিনি। শ্বেতা নন্দার একমাত্র ছেলে। তিনিই কিনা ধমক খেয়েছিলেন নিরাপত্তারক্ষীর। অগস্ত্যকে ডেলিভারি বয় ভেবে কড়া ভাষায় কথা বলেছিলেন তিনি। এমনই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করেছেন অগস্ত্য। কী ঘটেছিল? অগস্ত্যর কথায়, “আমি এক পরিচালকের সঙ্গে দেখা করতে তাঁর অফিসে যাউ। হঠাৎ করেই নিরাপত্তারক্ষী এসে আমাকে বলেন, ‘এদিকে আয়, এদিকে আয়, নিজের নাম লেখ, প্যাকেজ ডেলিভারির সময় বল’, আমি যত ওঁকে বোঝানোর চেষ্টা করি, আমি কিছু দিতে আসিনি, পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছি, উনি কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না। আমায় বলতে থাকেন, ‘একদম মিথ্যে কথা বলবি না’।
এত দিন সামাজিক মাধ্যমে অগস্ত্যর কোনও অ্যাকাউন্ট ছিল না। আর সেই কারণেই তাঁকে কেউ চিনতেন না বলেউ জানিয়েছেন অগস্ত্য। যদিও এখন সময় বদলেছে। সম্প্রতি বলিউডে ডেবিউ হয়েছে তাঁর। ‘দ্য অর্চিজ’-এর মধ্যে দিয়ে বি-টাউনে পা রেখেছেন তিনি। আর সেই কারণেই সামাজিক মাধ্যমেও খুলেছেন অ্যাকাউন্ট। ক্রমে পরিচিতিও বাড়তে শুরু করেছে তাঁর। হাতে বেশ কিছু কাজ রয়েছে এই মুহূর্তে অগস্ত্যর।
তাঁর ব্যক্তিগত জীবনও চর্চায়। শোনা যায় শাহরুখ খানের মেয়ের সুহানা খানের প্রেমিক তিনি। যদিও পরিবারের কেউই এই নিয়ে এখনও মুখ খোলেননি। ব্যক্তিগত জীবন নিয়ে চুপই থাকতে চান তাঁরা।
