রানি মুখোপাধ্যায় কিংবা করিনা কাপুর খান, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন উভয়ই। যদিও তালিকায় রানি মুখোপাধ্যায়ের ছবি বেশি। তবে একবার করিনা কাপুর খানের সঙ্গে রীতিমত ছবি করবেন না, বলেই বেঁকে বসেন অমিতাভ বচ্চন। ছবির নাম ‘ব্ল্যাক’। যেখানে রানি মুখোপাধ্যায় ও অমিতাভের ঠোঁটে ঠোঁট রেখে চুমু চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল রাতারাতি। যদিও সেই দৃশ্যের জন্য করিনা কাপুরকে না করেছিলেন অমিতাভ বচ্চন এমনটা নয়। তাঁদের বয়সের ফারাক ৩৮ বছর, তবে সেটাও কারণ ছিল না। বরং তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কেবল করিনা কাপুরের সঙ্গেই কাজ করবেন না। কারণ স্পষ্ট না থাকলেও বলিউডের অন্দরমহলে তা নিয়ে চর্চা কম ছিল না। আর সেই জল্পনার সূত্র থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিলেন ঠিক কী কারণে এমনটা স্থির করেছিলেন অমিতাভ বচ্চন?
কম বেশি অনেকেই জানেন, করিশ্মা কাপুরের সঙ্গে একবার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বিয়ে স্থির হয়েছিল। কিন্তু দেনা পাওনাগত কিছু কারণের জেরে বিয়েটা হয়নি। করিশ্মা কাপুরের মা বেশ কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন এই বিয়ের জন্যে। নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি চেয়েছিলেন। তবে অমিতাভ বচ্চন সেই শর্তে রাজি না থাকায় বিয়ে ভেঙে যায়। তারপর থেকেই তিনি একপ্রকার কাপুরদের বয়কট করেছেন বলেই শোনা গিয়েছিল। তবে অমিতাভের কারণেই সেই ব্ল্যাক ছবির চরিত্র মিসেইল-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব যায় রানি মুখোপাধ্যায়ের কাছে।
তবে তিনি যে কাপুরদের বয়কট করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই তথ্যও ভুল প্রমাণিত হয়। কারণ তিনি ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। তাই সঠিক কোন কারণের জেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এক প্রকার স্পষ্ট নয় আজও। তবে এটা সত্যি যে ছবিতে প্রাথমিকভাবে কাজ করার কথা ছিল করিনা কাপুর খানের।