অমিতাভ বচ্চন অভিনীত ‘গুড বাই’ ফ্লোরে যাচ্ছে খুব শীঘ্রই

রণজিৎ দে |

Mar 29, 2021 | 7:42 PM

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ২৩ মার্চ থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিগ বি-র চোখে অস্ত্রপোচারের জন্য শুটিং পিছিয়ে যায়।

অমিতাভ বচ্চন অভিনীত ‘গুড বাই’ ফ্লোরে যাচ্ছে খুব শীঘ্রই
বিগ বি

Follow Us

সদ্যই দু’চোখে অস্ত্রোপচার হয়েছে অমিতাভ বচ্চনের। তিনি এখন ছানি-মুক্ত। ফের কাজে ফিরছেন তিনি। সম্প্রতি নিজের ব্লগে বিগ বি নিজেই জানিয়েছিলেন তিনি পরিচালক বিকাশ বহেলের ‘গুড বাই’-এ অভিনয় করছেন। লুক টেস্টও হয়েছে। খুব শীঘ্রই ফ্লোরে যাবে ছবিটি।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন অমিতাভ বচ্চন এখন পুরোপুরি সুস্থ। পরের সপ্তাহেই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির বেশির ভাগ অংশের শুট হবে চণ্ডীগড় এবং হরিদ্বারে। কিছুটা অংশ মুম্বইতে। মুম্বইয়ের ফিল্মসিটিতে ছবির শুটিং শুরু হবে। প্রায় এক মাস চলবে প্রথম অংশের শুটিং। এরপর গোটা টিম উড়ে যাবে চণ্ডীগড়ে। তারপর হরিদ্বারে। ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছেন ২৩ মার্চ থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিগ বি-র চোখে অস্ত্রপোচারের জন্য শুটিং পিছিয়ে যায়।

গত ১৪ মার্চ অমিতাভ বচ্চন তাঁর টুইটে লেখেন, “দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনবদ্য টেকনোলজি এবং ডাক্তারদের সুদক্ষ হাতের কল্যাণে চমৎকার হয়েছে। যেন জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। যা আগে দেখতে পারছিলাম না, তা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পৃথিবী বড় সুন্দর।” পাশপাশি অমিতাভ আরও জানান এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি, সুস্থতার পথে এগচ্ছেন ক্রমশ। এই কারণেই ‘গুড বাই’-এর শুটিং পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন :হোলির সব আয়োজন ভেস্তে গেল, শাবানা আজমির বাড়িতে এলেন না কোনও অতিথি

সব কিছু ঠিকঠাক থাকলে পরের সপ্তাহে ৫ অথবা ৬ এপ্রিল শুরু হবে শুটিং। এই ছবিতে বিগ বি ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করছেন রশমিকা মনদানা। ছবিটি প্রযোজনা করছে একতা কাপুর এবং রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট।

Next Article