Amitabh Bachchan: ভরা সভায় অমিতাভের প্যান্টের ফাঁক দিয়ে ঢুকে পড়ে ইঁদুর…
Bollywood Gossip: পোশাক দেখা মাত্রই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। অমিতাভ বচ্চনও এই ফ্যাশন নিয়ে যথেষ্ঠ ছিলেন ওয়াকিবহাল। তাঁর ছবিতে তাঁকে বারে বারে এই প্যান্টে দেখা গিয়েছে। তবে শুটিং-এর বাইরেও স্টারকে দেখা যেত এই প্যান্ট পরেই।
বিনোদন জগত থেকে ফ্যাশন ট্রেন্ড তৈরি হওয়া নতুন কোনও বিষয় নয়। বেল বটম প্যান্ট। অমিতাভ বচ্চনের হাত ধরেই যে ফ্যাশন ভাইরাল হয়েছিল বিটাউনে। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়েছিল ভক্তদের মধ্যেও। কোথাও গিয়ে যেন অমিতাভের সেই ফ্যাশন ইউএসপি-ই হয়ে যায় তাঁর সমস্যার কারণ। প্যান্টের ওপরের দিকটা সরু আর নিচের দিকটা চওড়া। যার ফলে নিচে বেশ কিছুটা বহার থাকত। ডন থেকে শুরু করে দো অউর দো পাঁচ ছবিতে বারে বারে দেখা গিয়েছে এই প্যান্ট। বাজারে তখন রীতিমত বিক্রি হচ্ছে অমিতাভ বচ্চন তথা সমসাময়িক স্টারদের এই ফ্যাশন। যে পোশাক দেখা মাত্রই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। অমিতাভ বচ্চনও এই ফ্যাশন নিয়ে যথেষ্ঠ ছিলেন ওয়াকিবহাল। তাঁর ছবিতে তাঁকে বারে বারে এই প্যান্টে দেখা গিয়েছে। তবে শুটিং-এর বাইরেও স্টারকে দেখা যেত এই প্যান্ট পরেই।
একবার এই প্যান্টের জন্যই তাঁকে বেশ কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। তখনকার দিনে সিনেমাহল মানেই ছাপসা ছিমছাম প্রেক্ষাগৃহ। বর্তমানে চাকচিক্য যে তখন কাম্য নয়, তা বলাই বাহুল্য। তাই স্টারেরাও সিঙ্গল স্ক্রিনের সেই পরিবেশেই ছিলেন অভ্যস্থ। টকিজ় নিয়ে কথা প্রসঙ্গে বারে বারে সেই চিত্র উঠে আসে রেট্রো গল্প হিসেবে। তেমনই এক সিঙ্গল স্ক্রিনে দো অউর দো পাঁচ ছবি দেখতে গিয়েছিলেন তিনি। ছবির ৪৩ বছর উদযাপনে একবার অমিতাভই মজার গল্প শেয়ার করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে।
এই ছবি দেখার সময়ই নাকি তাঁর প্যান্ট দিয়ে ঢুকে পড়েছিল একটি আস্ত ইঁদুর। এই কাহিনি চোখে পড়ার পরই মজায় মাতল ভক্তরা। একের পর এক কমেন্ট বক্স নানা মন্তব্য অমিতাভের এই পোস্ট ঘিরে। কেবল গল্পই শেয়ার করে নেওয়া নয়, পাশাপাশি তিনি শেয়ার করে নিয়েছিলেন তাঁর একটি ছবিও।